ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মারা গেছেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা মেঘনাথন

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ১২:৩০ পিএম


loading/img
মেঘনাথন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মালয়ালম অভিনেতা মেঘনাথন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভারতের কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ নভেম্বর) শোরানুরে নিজ বাসভবনে শেষকৃত্য অনুষ্ঠিত হবে মেঘনাথনের।  

প্রবীণ অভিনেতা বালান কে নায়ারের তৃতীয় ছেলে মেঘনাথন। ১৯৮৩ সালে ‘আস্তরাম’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তিন দশকের ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেতা। যার বেশির ভাগই তুমুল সাড়া ফেলেছে দর্শকমহলে।

বিজ্ঞাপন

মেঘনাথনের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো, ‘পঞ্চাগ্নি’, ‘চামায়ম’, ‘রাজাধনি’, ‘ভূমিগীথাম’, ‘চেঙ্কোল’, ‘মালাপ্পুরম’, ‘হাজি মহানয়া জোজি’, ‘প্রয়াইক্কারাপাপ্পান’, ‘উদ্যানপালকম’, ‘ই পুজায়ুম’, ‘কদন্নু’ ও ‘ভাস্তভাম’। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে।
 

আরটিভি/এইচএসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |