গোপনে আপত্তিকর ভিডিও ধারণকারীকে যে শর্ত দিলেন তিশা

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ০৭:৪৬ পিএম


সংগৃহীত
ছবি:সংগৃহীত

গোপনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ জানান তিনি। একইসঙ্গে গোপনে আপত্তিকর ভিডিও ধারণকারী ওই যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন।

ভিডিও ধারণকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন কি না জানতে যোগাযোগ করা হলে তিশা বলেন, অনেক রাতে লাইভে এসেছিলাম। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে শুটিংয়ে এসেছি পূবাইলে। সারাদিনই ব্যস্ত আছি শুটিং নিয়ে। এরমধ্যে দু-একজনের সঙ্গে কথা হয়েছে। বিষয়টির কী সমাধান হতে পারে সেটা নিয়ে চেষ্টা চলছে। 

বিজ্ঞাপন

এদিকে বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে তিশা বলেন, কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কি না, আমার সন্দেহ। কারণ, তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।

অভিনেত্রী আরও বলেন, আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে ‘কাউসার কিংডম’ নামের এক পেজে আপলোড করেন।

তিনি বলেন, কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশপাশে যেন কখনও না আসেন। তাকে বয়কট করা উচিত।

বিজ্ঞাপন

অভিনেত্রী আরও বলেন, হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে শুধু আমি না, আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি।

অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তিশা বলেন, কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, গিয়ে এ কাজগুলো করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব, আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী, যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এই বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত?

সবশেষে অভিনেত্রী বলেন, এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই। সে যেন সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান, মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশপাশে না আসতে পারে। তাকে বয়কট করা হোক।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.