ফেসবুকে পোস্ট দিয়ে সহযোগিতা চাইলেন হিমি

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ১২:৪২ পিএম


সংগৃহীত
ছবি:সংগৃহীত

খুব অল্প সময়েই ছোট পর্দার প্রিয় মুখ হয়ে উঠেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। সেই যে ছোটবেলা থেকে নাচ, গান, আবৃত্তির মধ্যেই বিচরণ করেছেন তিনি এরপর বড় হয়ে মডেলিংয়ের পর নাম লেখান অভিনয়ে। মেধা আর সাবলীল অভিনয় দিয়ে খুব অল্প সময়েই নিজের শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

অভিনয়ের পাশাপাশি একজন পশু প্রেমী হিসেবেও বশ সুনাম রয়েছে হিমির। প্রায় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এই অভিনেত্রী বৃহস্পতিবার (২১ নভেম্বর) একটি পোস্ট করেন। যেখানে তিনি আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তির একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেন, হেল্প পোস্ট। 

বিজ্ঞাপন

আব্দুল কাইয়ুম নামে সেই ব্যক্তির পোস্টে লিখা ছিল, আগামী কাল আমারা সেন্টমার্টিন এর জন্য রওনা দিব। ২০০ কুকুরের চিকিৎসা সরঞ্জাম নিয়ে যেতে হবে। আমাদের সাথে দুইজন ডক্টর যাবে একজন ভেট এসিস্ট যাবে। কুকুরের জন্য অপারেশন মেডিসিন সরঞ্জাম ১ লাখ বিশ হাজার  টাকার।আমাদের একটা ১২ জনের গাড়ি লাগবে আর বড় একটা ট্রাক লাগবে খাবার নিয়ে যাব। আরো অনেক কিছু খরচ আছে। আপনারা যতটুকু পারেন, কেউ খাবার দিতে পারেন, কেউ ডগ  ফুট দিয়ে দিতে পারেন, কেউ টাকা দিয়ে সহজে করতে পারেন। আমরা ২০০ কুকুরের আর ওইখানকার সব কুকুরের খাওয়ার ব্যবস্থা করব। আপনাদের হেল্প ছাড়া কখনোই পসিবল হবে না। সবাই মিলে হেল্প করলে আমাদের সবার সহজ হবে কাজটা করতে।টোটাল আমরা ১২ জন যাব, আপনাদের হেল্প কামনা করছি । 

হিমির পাশাপাশি অভিনেতা নিলয়ও শনিবার (১৬ নভেম্বর) একটি পোস্ট করেন। যেখানে তিনি সরকারের কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চেয়ে লিখেন, সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, আপনারা প্লিজ সেন্টমার্টিনের কুকুরদের নিয়ে কিছু লিখেন। সরকারকে তো দায়িত্ব নিতে হবে। এত এত কুকুর, খাবারের অভাবে মরে যেতে পারেনা।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেন, তাছাড়া দেশে কুকুর নিয়ন্ত্রণের জন্য বন্ধ‍্যাত্বকরণ কোনো কর্মসূচি সরকার নিয়েছে কিনা, আর যদি সরকার কোনও পদক্ষেপ নিয়েও থাকে সাধারণ মানুষ সেটা জানেনা কেনো? তার এই পোস্টটি নেটিজেনরা ইতিবাচকভাবে নিয়েছেন। অনেকেই কমেন্ট বক্সে অভিনেতার সঙ্গে একমত প্রকাশ করেছেন।

এদিকে অভিনেতা নিলয় আলমগীরের মতো একই পোস্ট দিয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও সামিরা খান মাহি। তারা সবাই সরকারসহ সাধারণ মানুষকে কুকুরদের পাশে দাঁড়াতে বলেছেন। তাদের পোস্টের নিচে মন্তব্যের ঘরে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তারাও সরকারসহ সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে বলেছেন।

আরটিভি / এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission