• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

সানা খানের সুখবরে তোলপাড় নেটদুনিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৮
সানা খান

বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। বিয়ের আগেই রুপালি পর্দা থেকে বিদায় নেন তিনি। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। এরপর থেকে পুরোপুরি সংসারেই নিজেকে মেলে দিয়েছেন সানা। গেল বছরের জুলাইয়ে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। এবার তার নতুন সুখবরে তোলপাড় নেটদুনিয়া।

প্রথম সন্তান জন্মের দেড় বছর পর আবারও মা হতে চলেছেন সানা। শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ভক্তদের সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।

সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া নেহি’র সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা। সেখানে অভিনেত্রী বলেন, ‘প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক।

তিনি আরও বলেন, কিন্তু যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীদের আঁটসাঁট, বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটা কি আপনার ভালো লাগে?

প্রসঙ্গত, ‘বিগবস-৬’ এবং সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের জন্য দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সানা।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রসবোত্তর অভিজ্ঞতা শেয়ার করে সমালোচনার মুখে সানা খান
সুখবর দিলেন ইসলামের টানে অভিনয় ছাড়া সেই অভিনেত্রী