• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

টেইলর সুইফটের গানে নাচলেন জাস্টিন ট্রুডো

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৪
ছবি: সংগৃহীত

টেইলর সুইফট। যার গানে মেতে ওঠে পুরো বিশ্ব। একের পর এক গানে শ্রোতা-দর্শকদের মাতিয়ে যাচ্ছেন তিনি। তার কনসার্ট মানেই যেন বিখ্যাত ব্যক্তিদের নজরকাড়া উপস্থিতি। গায়িকার কানাডার এরাস ট্যুরেও এর ব্যতিক্রম হলো না। সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! শুধু তাই নয়, নেচে-গেয়ে কনসার্ট উপভোগ করেছেন তিনি।

শুক্রবার (২২ নভেম্বর) রাতের টেইলর সুইফটের কনসার্টটি ছিল নানাভাবে তাৎপর্যময়। কারণ গায়িকার এরাস ট্যুরের শেষ ধাপের কনসার্টের একটি এটি। আর এ দিনই হাজির হয়েছিলেন জাস্টিন ট্রুডো। কনসার্টে টেইলর সুইফটের গানে নেচেছেন তিনি।

আমেরিকার গণমাধ্যম টিএমজেডের সূত্র অনুযায়ী, সামজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান গাইছেন টেইলর সুইফট। আর দর্শক সারিতে দাঁড়িয়ে তার গানের ছন্দে নাচছেন জাস্টিন ট্রুডো। কনসার্টের উন্মাদনা পেয়েছিল তাকেও। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে, এই পপ তারকার গানে মুগ্ধ হয়েছিলেন কানাডার এই প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চে শুরু হয়েছিল টেইলর সুইফটের এরাস ট্যুর। পাঁচটি মহাদেশজুড়ে ১৪৯টি শো দিয়ে সাজানো হয়েছে তার এই গানের ট্যুরটি। এবার এই কনসার্ট ট্যুর প্রায় শেষের পথে। বাকি রয়েছে মাত্র ৪টি শো। শেষ কনসার্টটি আগামী ৪ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা লিখলেন ট্রুডো
ভারত ভয়াবহ ভুল করেছে: ট্রুডো
বিশ্বের সবচেয়ে ধনী গায়িকার তালিকায় টেইলর সুইফট
কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার অনুরোধ ড. ইউনূসের