সেইলরে একসঙ্গে সিয়াম-মিম
আবারও একসঙ্গে দেখা যাবে হালের দুই তারকা সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিমকে। তবে কোনো সিনেমায় নয়, পোশাক ব্র্যান্ড ‘সেইলর’র সঙ্গে যুক্ত হয়েছেন তারা। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন দুজন।
সম্প্রতি ‘সেইলর’র কর্পোরেট হাউজে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে এসে ফ্যাশন নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন সিয়াম-মিম।
সিয়াম বলেন, একই চিন্তা ধারা কিংবা মানসিকতা দুজন মানুষ যখন এক হয়, তখন আসলে ক্রেজিনেস ঘটে। এই ব্র্যান্ডকে পছন্দ করার কারণ হলো ‘সেইলর’র টিম। আজ আমার প্রাউড হচ্ছে, আমি এমন একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে যাচ্ছি, সাধারণ মানুষের কাছে সেই ব্র্যান্ডটির ভেল্যু অনেক হাই। আমার মনে হয় আমাকে সেইলর খুব ভালো ডিফাইন করতে পারে।
মিম বলেন, আমার কাছে মনে হয়েছে ‘সেইলর’ একটি বেস্ট ব্র্যান্ড। সো এরকম একটি ব্র্যান্ড করতে পারলে আমারও ভালো লাগবে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আগে ছয় মাস তিনটি প্রজেক্টে কাজ করেছি একসঙ্গে। কাজ করতে করতে একটা ভালো লাগা তৈরি হয়েছে। মনে হয়েছে আমি সেইলর ফ্যামিলির একজন সদস্য। সো ওই জায়গা থেকে আমাকে যখন অফার করা হয়, তখন এক্সসাইটেড হয়ে যাই। আসলে সেই ভালো লাগার জায়গা থেকেই যুক্ত হওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সেইলর’র প্রধান পরিচালন কর্মকর্তা রেজাউল কবির এবং ইপিলিয়ন গ্রুপের পরিচালকসহ ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
২০১৫ সালে যাত্রা শুরু করা ‘সেইলর’ বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম একটি ফ্যাশন ব্র্যান্ড। ‘সেইলর’র এই উদ্যোগ ফ্যাশন দুনিয়ায় এক বিপ্লব বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।
‘সেইলর’র এক মুখপাত্র জানিয়েছেন, ‘সিয়াম ও মিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগদান আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাদের প্রতিভা, স্টাইল এবং জনপ্রিয়তা সেলরের দর্শনকে পরিপূর্ণভাবে উপস্থাপন করে'।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এই উদ্যোগ শুধু গ্রাহক সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখে না, বরং ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি সেইলর-এর দায়বদ্ধতাও প্রতিফলিত করে। ‘সেইলর’ দেশের ফ্যাশন দৃশ্যপটে এক নতুন মানদণ্ড তৈরি করতে চায়, যেখানে গ্রাহকদের চাহিদা, চিত্তবিনোদন এবং গুণগত মান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
আরটিভি/এইচএসকে/এআর
মন্তব্য করুন