• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয়, কি যেন নেই: শাওন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৫ নভেম্বর ২০২৪, ১৫:২৬
মেহের আফরোজ শাওন

প্রতিদিনই কোনো না কোনো ইস্যুতে আন্দোলনে রাজপথে নামছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। আজ এই দাবি তো কাল অন্য দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তারা। বলা যায়, বর্তমানে আন্দোলন নগরীতে পরিণত হয়েছে ঢাকা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকাশচালকেরা। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) অভিমুখে লাঠি হাতে লংমার্চ করছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থান নিয়েছে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কেও ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা।

এদিকে সোমবার দুপুরে ঠাট্টার ছলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘আজকে কি কোথাও কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ নাই? ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না! ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটি অ্যাপ তৈরির দাবি জানাচ্ছি।

ফেসবুক পেজে শাওন পোস্টটি দেওয়া মাত্রই মন্তব্যের ঘরে একজন লিখেছেন, আজকের দিনের প্রথম ভাগের আপডেট- ১. মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাঙচুর ও লুট। ২. আগারগাঁওয়ে অটোরিকশা (বাংলার টেসলা) পাইলটরা দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইউনাইটেড স্টেট অব মিরপুর সড়ক। ৩. বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক আবারও নিজেদের দখলে নিয়েছে শ্রমিকরা।

সেই মন্তব্যের জবাবে অভিনেত্রী লেখেন, যাক বাবা মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় ‘কি যেন নাই!

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৭৯ মামলা 
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ১৭৯৯ মামলা
কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জুতাপেটা, ২ নারী গ্রেপ্তার
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১৭৩৬ মামলা