• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন কীর্তি সুরেশ, পাত্র কে?

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ নভেম্বর ২০২৪, ১৯:৪০
কীর্তি সুরেশ

এবার বিয়ের সানাই বাজতে চলেছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাটিলের গলায় মালা পরাবেন তিনি। আগামী ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধবেন দুজন।

বুধবার (২৭ নেভেম্বর) ইনস্টাগ্রামে প্রেমিক অ্যান্টনির সঙ্গে প্রথম নিজের ছবি শেয়ার করেছেন কীর্তি। ক্যাপশনে তিনি লিখেছেন, ১৫ বছর ধরে চলছে তাদের প্রেমের সম্পর্ক।

কীর্তি সুরেশের প্রেমিক অ্যান্টনি থাটিল

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে কীর্তি-অ্যান্টনির। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন তারা। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হয়ে টানা তিন দিন চলবে তাদের বিবাহ উৎসব।

প্রেমিক অ্যান্টনি থাটিলের সঙ্গে কীর্তি সুরেশ

জানা গেছে, থালাপতি বিজয়, অ্যাটলি কুমার, ন্যানিসহ দক্ষিণী অনেক তারকা উপস্থিত থাকবেন কীর্তির বিয়েতে। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানসহ আরও কিছু অভিনেতা-অভিনেত্রী।

প্রসঙ্গত, দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন থেকেই বন্ধুত্ব কীর্তির। অভিনেত্রীর। সেই বন্ধুত্ব পরবর্তী সময়ে প্রেম হয়ে যায়। ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও নায়িকা হিসেবে ২০১৩ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর শীর্ষ সব তারকার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে করলেন কীর্তি সুরেশ