ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

আট বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

আরটিভি নিউজ

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ , ০৪:৫৭ পিএম


loading/img
ছবি:সংগৃহীত

দীর্ঘ আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। অনুষ্ঠানটিতে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কয়েকটি অংশ থাকে। এর মধ্যে থাকে ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার মুভি ক্লিপ, নেপথ্য বর্ণনা এবং অতিথির সাথে আলোচনা। অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন ক্যাপ্টেন রেজাউর রহমান।

বিজ্ঞাপন

বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক হিসেবে খ্যাত শফিক রেহমান বলেন, আমার নামের সাথে একাত্মভাবে জুড়ে আছে ‘লাল গোলাপ’ নামটি। দেশে-বিদেশে বহু দর্শকের আকাঙ্ক্ষিত অনুষ্ঠান এটি। বাংলাভিশনে এর আগেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো। কিন্তু সচেতন মানুষরা জানেন ২০১৬ সালের ১৬ এপ্রিল বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবার আমি প্রিয় কাজে ফিরে আসতে পেরে সত্যিই আনন্দিত। আশা করছি, বরাবরের মতো দর্শকরা তাদের ভালোবাসার ‘লাল গোলাপ’র সাথেই থাকবেন। সপরিবারে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন।

তাহমিনা মুক্তার প্রযোজনায় ‘লাল গোলাপ’ প্রচার শুরু হবে ১ ডিসেম্বর থেকে। প্রতি সপ্তাহের রোববার রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে দেশের একটি বেসরকারি টেলিভিশনে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |