• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়ক সিয়াম

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ২১:৫৭
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত চিত্রনায়ক আমিন খান ও সিয়াম আহমেদসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সিয়াম আহমেদ। আগামী এক বছর ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন ক্যাবলসের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র পক্ষে চুক্তিতে সই করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইভা রিজওয়ানা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স খাতের নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের গর্ব ওয়ালটন। নিজস্ব চাহিদা মিটিয়ে বিশ্বের ৪০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন। দেশে-বিদেশে সুনাম কুড়াচ্ছে প্রতিষ্ঠানটি। সম্মান বয়ে আনছে বাংলাদেশের জন্য। ওয়ালটনের মতো একটি টেক জায়ান্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। ওয়ালটন ক্যাবলসের সঙ্গে আমাকে যুক্ত করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

চিত্রনায়ক আমিন খান বলেন, অভিনেতা সিয়াম আহমেদের প্রতিভা ও খ্যাতি সর্বজনবিদিত। সিয়াম আহমেদ ওয়ালটন ক্যাবলস পণ্যের প্রতিনিধিত্ব করবেন। আমাদের বিশ্বাস পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা ওয়ালটন ব্র্যান্ডকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো। ওয়ালটনের সঙ্গে স্বনামধন্য এই অভিনেতার সংযুক্তি এ কার্যক্রমকে ভিন্ন মাত্রা দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর আব্দুল্লাহ-আল-মামুন, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার মো. রুবেল মিয়া প্রমুখ।

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেটিং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মালান!
চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্মদিন আজ