শিশুদের জন্য সিসিমপুরের নতুন আয়োজন

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ০৪:০১ পিএম


শিশুদের জন্য সিসিমপুরের নতুন আয়োজন
ছবি: সংগৃহীত

এবার শিশুদের জন্য নতুন আয়োজন নিয়ে এলো জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর।  বাংলা ভাষার অত্যন্ত জনপ্রিয় ও প্রচলিত ৪০টি শিশুতোষ ছড়া নিয়ে সিসিমপুর তৈরি করেছে ছড়ার সিরিজ। 

বিজ্ঞাপন

শিশুদের প্রিয় বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকু আবৃত্তি করেছে ছড়াগুলো। ‘ইউএসএআইডি’ সিসিমপুর প্রকল্পের অধীনে শিশুদের জন্য শুদ্ধ বাংলা উচ্চারণে মানসম্মত এই ভিডিও কনটেন্টগুলো নির্মিত হয়েছে ইউএসএআইডি-বাংলাদেশের সার্বিক সহযোগিতায়।

নির্মিত ছড়াগুলোর অধিকাংশই নেওয়া হয়েছে প্রাক-প্রাথমিকের দ্বিতীয় শ্রেণির পাঠ্যবই থেকে। এতে শিশুরা তাদের পাঠ্যবইয়ের ছড়াগুলো আরও বেশি আগ্রহ এবং আনন্দের সঙ্গে শিখবে। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরের জনপ্রিয় ও মজার ছড়াও আছে। যা শিশুদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সহায়ক হবে।  

বিজ্ঞাপন

সিসিমপুর সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সিসিমপুরের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রচার শুরু হয়েছে নির্মিত ছড়াগুলোর। এ ছাড়া সিসিমপুর অ্যাপস, বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং নানা ধরনের কমিউনিটি কার্যক্রমের মাধ্যমেও শিশু এবং অভিভাবকদের কাছে ছড়াগুলো পৌঁছানো হবে।

এ প্রসঙ্গে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ইউএসএআইডি’স সিসিমপুর প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্মদ শাহ আলম বলেন, আমরা জানি, ছড়া এমন একটি মাধ্যম, যা শিশুদের ভাষা শেখায় দারুণ সহায়ক। নতুন নতুন শব্দের অভিযোজন, শব্দের উচ্চারণ, ছন্দ, দ্যোতনা, বাক্যগঠন, সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশে ছড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই বিষয়টিকে মাথায় রেখে প্রথম ধাপে ৪০টি ছড়ার ভিডিও কনটেন্ট তৈরি করেছি আমরা। যা আমাদের শিশুদের শিখন প্রক্রিয়াকে আরও বেশি আনন্দময় ও অর্থবহ করবে। আমরা আশা করি, বরাবরের মতো বাংলাদেশ শিশু একাডেমি আমাদের এই উদ্যোগেও পাশে থাকবে। 

আরটিভি/এইচএসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission