প্রাক্তন স্বামীর বিয়ের চার দিনের মাথায় আবেগঘন পোস্ট সামান্থার

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ , ০১:০৮ পিএম


প্রাক্তন স্বামীর বিয়ের চার দিনের মাথায় আবেগঘন পোস্ট সামান্থার
ছবি: সংগৃহীত

দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা দম্পতি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্যর সংসার ভাঙে ২০২১ সালে। ভালোবেসেই বিয়ে করেছিলেন তারা। তবে সংসার জীবনে স্থায়ী হতে পারেননি নাগা-সামান্থা। দাম্পত্য জীবনের ইতি টেনে এখন দুজনের পথ দুই দিকে।

বিজ্ঞাপন

এরপর নাগা দ্বিতীয় বিয়ে করে নতুন জীবন শুরু করলেও এখনও সিঙ্গেলই রয়ে গেছেন সামান্থা। বর্তমানে কেউ নেই অভিনেত্রীর জীবনে। এ দিকে প্রাক্তন স্বামীর বিয়ের চারদিন পর স্মৃতি হাতড়াচ্ছেন সামান্থা। ফিরে দেখছেন সংসার জীবনের নানা টানাপোড়েন এবং উত্থান-পতনের গল্প। ইনস্টাগ্রামের একটি পোস্টে অকপটে সে বার্তাই জানালেন অভিনেত্রী। 

ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘বছর শেষের পথে। আমরা ফিরে দেখি সেই উত্থান-পতনগুলো যা আমাদের যাত্রাকে সুগম করেছে। চ্যালেঞ্জ থেকে জয়, উন্নতি ও আনন্দের মুহূর্তগুলো তুমি এক উজ্জ্বল তারকার মতো শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছ। এই বছরটি আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে। সেইসঙ্গে শিখিয়েছে শক্তি ও স্থিতিশীলতা অর্জন।’

বিজ্ঞাপন

এর আগে, নাগা চৈতন্যের বিয়ের দিন ইনস্টাগ্রামে একটি মেয়ে ও একটি ছেলের লড়াইয়ের ছবি পোস্ট করেছিলেন সামান্থা। এর সঙ্গে লেখেন, ফাইট লাইক গার্লস! যেখানে অপমানিত হবে, সেখানে চুপ না থেকে লড়াই করে যাও।

যদিও নাগা চৈতন্যের বিয়ের খবর সামনে আসার পর প্রকাশ্যে কিছু বলেননি সামাস্থা। তবে তার পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, প্রাক্তন স্বামীর বিয়ের দিন থেকেই মানসিকভাবে ভালো নেই সামান্থা। 

 

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission