ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ইমরান-পড়শীর ‘কথা একটাই’

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ০৩:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সংগীত ক্যারিয়ারে একসঙ্গে বহু গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও পড়শী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেই ধারাবাহিকতায় মুক্তি পাচ্ছে এই সংগীত জুটির নতুন দ্বৈত গান ‘কথা একটাই’। গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। 

বিজ্ঞাপন

গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ‘কথা একটাই’ গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমরান। রাজধানীর অদূরে পানাম সিটি, বিএফডিসি এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। গানটি নিয়ে আশাবাদী ইমরান-পড়শী দুজনেই। 

গানটি নিয়ে পড়শী বলেন, ইমরান এবং আমি যতগুলো গান গেয়েছি, বলা যায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন প্রত্যাশা নিয়ে ‘কথা একটাই’ গানটি করা। মনে হচ্ছে যে এবারও আমাদের দ্বৈত গানটি ভালো লাগবে শ্রোতা দর্শকের। 

বিজ্ঞাপন

অন্যদিকে ইমরান বলেন, পড়শীর সঙ্গে বেছে বেছে গান গেয়েছি। যে কারণে প্রতিটি গানই দর্শক শ্রোতার ভীষণ ভালো লেগেছে। আমার এবং পড়শীর গানের প্রতি শ্রোতা দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সে কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি। আজ মুক্তি পাচ্ছে গানটি, আশা করছি সবার ভালো লাগবে।

প্রসঙ্গত, ইমরান-পড়শীর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে, ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘দ্বিতীয় জীবন’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘হৃদয়ের গহীনে’ ইত্যাদি।

আরটিভি/এইচএসকে/এআর 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |