ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই সুখবর দিলেন মিম

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ০৭:১৫ পিএম


loading/img

স্নিগ্ধ হাসি আর আকর্ষণীয় লুকে বরাবরই সবার নজর কাড়েন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভিন্ন ভিন্ন স্টাইল ও সাজপোশাকে ক্যামেরায় নিজেকে মেলে ধরতে কোনো জুড়ি নেই তার। তবে অভিনয়েও কম যান না তিনি। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। 

বিজ্ঞাপন

এদিকে,  টানা ১২ দিন ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন এ অভিনেত্রী। সম্প্রতি একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মিম।

বিজ্ঞাপন

মিম বলেন, মানুষের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমি সবসময় ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলা শুরু করি। এই প্রতিষ্ঠানটিও তেমনই একটা প্রতিষ্ঠান। সব জেনে বুঝে আমি প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলা শুরু করলাম। আশা করি, এই জার্নি দারুণ হবে।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন মিম। বিজ্ঞাপনটি ইতোমধ্যে প্রচারে এসেছে।  

প্রসঙ্গত, বিদ্যা সিনহা মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। তার আগে পরান ছবি দিয়ে দারুণ সাড়া ফেলেন এই নায়িকা। প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার শুটিংয়ের জন্যও। তবে নতুন সিনেমার বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ তিনি। শিগগিরই অফিসিয়ালি নতুন কাজের ঘোষণা আসবে নায়িকার পক্ষ থেকে।

আরটিভি/এএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |