• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

সুইমিংপুলে কি মানুষ সালোয়ার কামিজ পরে নামবে: রুনা খান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:২০
রুনা খান

বহুমাত্রিক চরিত্রে কাজ করে ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রুনা খান। ওজন ঝরিয়ে গ্ল্যামার লুকে হাজির হয়ে চমকে দেন সবাইকে। দিন যতই যাচ্ছে বয়স যেন ততই কমছে তার।

ওয়েস্টার্ন কিংবা বাঙালি সাজ— ৪১ বছর বয়সে এসেও গ্ল্যামারাস লুকে মাঝে মধ্যেই ফেসবুকে ছবি দিয়ে নেটদুনিয়া কাঁপান অভিনেত্রী। বরাবরই রুনার ‘আবেদনময়ী’ অবতার নিয়ে নেটিজেনদের আলোচনা-সমালোচনা তুঙ্গে। তবে সেসব নিয়ে একবারেই বিচলিত নন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক প্রসঙ্গে কথা বলেন রুনা। অভিনেত্রী বলেন, যে আপারা সবচেয়ে বেশি শঠতার আশ্রয় নেন, পর্দার বাইরে অসৎ কাজ করেন কাজ পাওয়ার জন্য, তারাই পর্দায় সবচেয়ে শালীন সেজে থাকার চেষ্টা করেন।

আমি মনে করি, পোশাকের কারণে কখনও একজন মানুষের শালীনতা, সম্মানহানী হতে পারে না। সেটা তখনই হয়, যখন কেউ চুরি করবে, কাজ পাওয়ার জন্য অসৎ কিছু করবে, সেটাই অশালীন কাজ, মানহীন চর্চা।

তিনি আরও বলেন, আমার কাছে পোশাক মানে পোশাক। সবাইকে যে আমার ভাবনার সঙ্গে একমত হতে হবে এমনটা নয়। রুনা বিষয়টি ব্যাখ্যা করলেন এভাবে, কেউ সুইমিংপুলে কি সালোয়ার কামিজ পরে নামবে? আবার কেউ বিয়ে বাড়িতে গেলে কি সুইমিং কস্টিউম পরে যাবে? তেমনটা তো না। যার যেটা ভালো লাগবে সেটাই পরবে।

রুনার ভাষ্য, আমি তো অভিনেত্রী-মডেল। আমি আমার পছন্দে কাজ করব। দর্শক হিসেবে আপনি আমার কাজ পছন্দ করতে পারেন, নয়তো যিনি লম্বা হাতা পোশাক পরে কাজ করছেন, তার কাজও পছন্দ করতে পারেন। এসব নিয়ে মোটেও চিন্তিত নই আমি।

প্রসঙ্গত, নাটক-সিনেমা ছাড়াও বিজ্ঞাপন ও মডেলিংয়েও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রুনা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা-ওয়েব সিরিজ। ‘লীলামন্থন’, ‘বক’, ‘দাফন’। এ ছাড়া ‘পাপ কাহিনি’ নামে একটি ওয়েব সিরিজ ও ‘নীল পদ্ম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজও শেষ করেছেন তিনি।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতদিয়া পল্লীতে কাজের অভিজ্ঞতা নিয়ে যা বললেন রুনা খান
বছরের প্রথম দিনই বিয়ে নিয়ে মুখ খুললেন সাফা কবির
জুয়ার বিজ্ঞাপনে ডিপফেকের শিকার ড. ইউনূস ও শাকিব খান!
মুক্তির অপেক্ষায় রুনা খানের একাধিক চলচ্চিত্র