• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

আরটিভি মিউজিকে অংকনের কণ্ঠে ‘মধুর মধুর কথা কইয়া’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১২ ডিসেম্বর ২০২৪, ১৩:০১
অনন্যা ইয়াসমিন অংকন

ফোক ঘরানার গান গেয়ে শ্রোতা-দর্শকদের মন জয় করেছেন এ প্রজন্মের সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। তার কণ্ঠে একের পর এক ফোকগান বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি আরটিভি মিউজিকে মুক্তি পেয়েছে অংকনের নতুন গান ‘মধুর মধুর কথা কইয়া’।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে ‘১৪তম এনআরবি অ্যাওয়ার্ড ২০২৪’ এবং ফ্লোরিডা অর্ল্যান্ডো ৬তম ‘এশিয়ান ফুড মিউজিক ও কালচারাল ফাস্ট ২০২৪’ সম্মাননা পান অংকন|

অংকন বলেন, শ্রেষ্ঠ গায়িকার আওয়ার্ড পেয়ে ভীষণ আনন্দিত আমি। পাশাপাশি নিজের গানের জন্য বিদেশের মাটিতে সম্মানিত হওয়া আমার জন্য এবং বাংলাদেশের জন্য গৌরবের। সামনে অনেক ভালো কাজ উপহার দিতে চাই দর্শক শ্রোতাদের।

এক মাস আগেই মুক্তি পায় অংকনের মৌলিক গান ‘রসিয়া নাগর’ ও ‘তোমায় পাইবো কিনা জানি না’। তার এই গানগুলোও বেশ সাড়া ফেলেছে শ্রোতা-দর্শকমহলে।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৮ ডিসেম্বর বসবে সিজেএফবি অ্যাওয়ার্ড ২০২৩-এর আসর
‘ট্র্যাব অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া
রাবিতে ১৩ শিক্ষার্থী পেলেন কলা অনুষদ ডিনস্ অ্যাওয়ার্ড
দ্বিতীয় বার সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স