• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

বাচসাস পরিবার দিবস ২৫ ডিসেম্বর

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিকদের ৫৬ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। আগামী ২৫ ডিসেম্বর (বুধবার) নীলা-বর্ষা রিভারকুইন পার্ক, সাভার-এ ‘বাচসাস পরিবার দিবস ২০২৪’ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

বাচসাস সদস্যরা তাদের পরিবারসহ এই আয়োজনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য সদস্যদের নিবন্ধন করতে হবে বলে জানান বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। নিবন্ধনের জন্য উদযাপন কমিটির আহবায়ক লিটন রহমান, সদস্য সচিব দুলাল খানের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর।

বাচসাসের পরিবার দিবসে দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে সদস্য সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা। এ ছাড়া সদস্যদের জন্য বিশেষ উপহার এবং র‌্যাফেল ড্র। বিকেলে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিনেমার পর এবার ওয়েবে মুন্না
মুক্তির অপেক্ষায় রুনা খানের একাধিক চলচ্চিত্র
বাচসাস’র সঙ্গে পরিচালক সমিতির মতবিনিময় সভা
এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা!