• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বিটিভির প্রিভিউ কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন আরশ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৮
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠিত হয়েছে। গেল ১০ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রকাশিত হয় ১৫ সদস্যের এক তালিকা।

কমিটির সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব। সদস্য সচিব হিসেবে তালিকায় সবার শেষে আছেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক।

এছাড়াও সংস্কৃতি অঙ্গনের ১২ জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। উঠতি অভিনেতা আরশ খানও রয়েছেন এ তালিকায়। যা ভালোভাবে নেননি অনেকে। প্রিভিউ কমিটিতে আরশের নাম থাকায় সমালোচনায় মাতেন অনেকে। এবার আরশ নিজেই সরে যেতে চাইছেন কমিটি থেকে। সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন ঘোষণা।

রোববার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুকে আরশ লেখেন, বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিকট। বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহাদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত। এ সম্মান বয়ে বেড়াব সারাজীবন।

এরপর লেখেন, কিন্তু আমার শিল্পী পরিচয়ের পর আরও একট বড় পরিচয় আমি আমজনতা। আমার শক্তি ও সাহসের উৎস এটাই। আমাকে দেওয়া সম্মান বা সদস্য পদের জন্য আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে।

আরও লিখেছেন, আমি আরশ মহান সৃষ্টি কর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি আমার দেশ ও দেশের মানুষের জন্য সবসময় নিয়জিত থাকব একজন শিল্পী হিসেবে একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে যেকোনো ক্রান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকব।

আরশ ছাড়াও প্রিভিউ কমিটিতে আছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, সাংবাদিক আহমেদ তেপান্তর, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব।

আরটিভি/ এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুতের দাম পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি
ডাকসু নির্বাচন আয়োজনে কমিটি, প্রস্তুতি নিয়ে আরও যা জানাল ঢাবি
শিল্পী সমিতির কমিটিতে যুক্ত হলেন মুক্তি
শিবিরের কেন্দ্রীয় কমিটি গঠন, পদ পেলেন যারা