নেচে মঞ্চ মাতিয়ে কটাক্ষের শিকার, মুখ খুললেন জেফার
গানের মাধ্যমেই শোবিজে পরিচিতি জেফার রহমানের। তবে গানের পাশাপাশি মডেলিং, উপস্থাপনা এমনকি অভিনয়েও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এই গায়িকা। বর্তমানে জেফারের ফ্যাশন স্টেটমেন্টে পরিবর্তন আসলেও একটা সময় সাজ-পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়েন।
সম্প্রতি কনসার্টে নেচে তুমুল সমালোচনায় পড়েছেন জেফার। সামাজিক যোগাযোগমাধ্যমে জেফারের সেই সময়ের কিছু পারফরম্যান্স ছড়িয়ে পড়তেই আবারও শুরু হয় নেটিজেনদের সমালোচনা।
তাদের দাবি, গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শক মাতাচ্ছেন জেফার! শুধু তাই নয়, জেফারের গায়কীতে অদক্ষতা রয়েছে বলেও তুলে ধরেছেন। কেউ কেউ তো সরাসরি ‘অটোটিউন গায়িকা’ বলেও কটাক্ষ করেছেন মন্তব্য ঘরে।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই গায়িকা। সমালোচনার জবাব দিয়ে নিজের ফেসবুকে তিনি লেখেন, নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই! আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই।
সবার আগে বাংলাদেশ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার লেখেন, আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।
এদিকে সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্টে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। জেফারও গান শোনাবেন সেখানে। আরও গাইবেন ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, সংগীতশিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান।
আরটিভি /এএ/এস
মন্তব্য করুন