• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ফিরে দেখা ২০২৪

বাবা-মা হয়েছেন যেসব তারকা

  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিদায়েই দ্বারপ্রান্তে ২০২৪, নতুন বছর ২০২৫ সালকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে সবাই। সময়ের এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবাই বিগত বছরকে স্মরণ করছে। পুরাতন বছরের বিদায় আর নতুনের আগমনী নিয়ে সারাবিশ্বেই এখন উৎসবের আমেজ চলছে।

চলতি বছর বিয়ে-বিচ্ছেদ সব মিলিয়েই আলোচোনায় ছিল অনেক তারকা। সেই সঙ্গে আলোচনায় ছিল আরও অনেক শোবিজ তারকা যারা হয়েছেন বাবা-মা। একনজরে তাদের দেখে নেওয়া যাক সেই সব তারকাদের।

বাপ্পা মজুমদার-তানিয়া

ঢাকাই সংগীতজগতের দর্শকপ্রিয় গায়ক-সুরকার, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ও তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইনের ঘরে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারকাজুটি। চলতি বছরের ২৮ অক্টোবর ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া। এর আগে ২০১৮ সালের মে মাসে বিয়ে করেন বাপ্পা মজুমদার ও তানিয়া।

মৌসুমী নাগ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ মা হয়েছেন। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নিলেন অভিনেত্রী। চলতি বছরের ১০ মার্চ মৌসুমীর সংসারে নতুন অতিথি এসেছে। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। অভিনেত্রী মৌসুমীর স্বামী অভিনেতা শোয়েব সেই মুহূর্তে সংসারে নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় পার করেন। প্রথমবার পুত্রসন্তানের পর কন্যাসন্তান হওয়ায় তার সংসার পূর্ণতা পেয়েছে বলে জানিয়েছিলেন অভিনেতা। তাদের ভালোবাসার সম্পর্ক বিয়েতে পূর্ণতা পায় ২০১০ সালে। বিয়ের ৫ বছর পর ২০১৫ সালে এক পুত্রসন্তানের জন্ম দেন মৌসুমী। দীর্ঘ ৯ বছর পর এবার কন্যাসন্তানের মা হলেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।

সংগীতশিল্পী লিজা

‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা কন্যাসন্তানের মা হয়েছেন চলতি বছর। গত ১৮ মার্চ নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন লিজা। গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে লিজার বিয়ের খবর। স্বামী যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার।

ঈশানা

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মা হয়েছেন অভিনেত্রী ঈশানা খান। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। অভিনেত্রী জানান, সন্তানের নাম সায়েশান চৌধুরী রেখেছেন। সন্তানের নাম জানিয়ে নিজের মা হওয়ার অনুভূতির কথাও জানান তিনি। ২০১৯ সালে বিয়ে করেন অভিনেত্রী ঈশানা খান। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সারিফ চৌধুরীর সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তারা।

প্রিয়তি

৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তির হাতে উঠেছিল টপ মডেলের অ্যাওয়ার্ড। বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, মিস আয়ারল্যান্ড খ্যাত মাকসুদা আখতার প্রিয়তি সবাইকে সুখবর দিয়েছেন চলতি বছর। তৃতীয় সন্তানের মা হয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। গত ২৪ আগস্ট আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে তার সন্তানের জন্ম হয়। প্রিয়তির স্বামীর নাম বিবেক। আয়ারল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে দুজনের পরিচয়। সেখানে থেকেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। তাদের ঘরে রয়েছে এক ছেলে, এক মেয়ে।

২০১৪ সালে মিস আয়ারল্যান্ড নির্বাচিত হয়ে চমকে দেন মাকসুদা আখতার প্রিয়তি। এরপর আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় তিনি হয়েছেন চ্যাম্পিয়ন। তিনি একই সঙ্গে মডেল, অভিনেত্রী ও পাইলট।

ক্যামেরন ডিয়াজ

৫১ বছর বয়সে মা হয়েছেন হলিউড অভিনেত্রী। জীবন থেকে ৫০ বছর পেরিয়ে গেলে অনেকেই ভাবেন জীবন তো শেষ। তবে ‘চার্লিজ এঞ্জেলস’ খ্যাত অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ সেই মনোভাব বদলে দিলেন। মাতৃত্বের সংজ্ঞা বদলে দিয়ে ৫১ বছর বয়সে মা হলেন তিনি। চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তিনি এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

২০১৫ সালে ‘গুড শার্লট’ ব্যান্ডের গিটারিস্ট বেনজি ম্যাডেনের সঙ্গে বিয়ে হয় ক্যামেরনের। ২০১৯ সালে প্রথম সন্তান কন্যা র‌্যাডিক্সের জন্মের খবরও সামাজিকমাধ্যমে প্রকাশ করেছিলেন দম্পতি।

গ্যাল গ্যাডট

‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট চতুর্থ সন্তানের মা হয়েছেন‌। গত ৬ মার্চ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। ইসরায়েলি বংশোদ্ভূত অভিনেত্রী একটি আশকেনাজি ইহুদি পরিবার থেকে এসেছেন এবং তাদের নতুন মেয়ের হিব্রু নাম দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন, নিজের শিকড় তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

২০০৮ সালে ব্যবসায়ী জেরন ভার্সানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। এর আগে তিন মেয়ে-আলমা, মায়া ও ড্যানিয়েলার জনক-জননী ছিলেন তারা।

জাস্টিন বিবার

জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবারের ঘরেও এসেছে পুত্রসন্তান। প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন জাস্টিন বিবার ও হেইলি বিবার দম্পতি। বাবা হওয়ার খবরটি জানিয়েছিলেন গায়ক নিজেই।

এর আগে চলতি বছরের মে মাসে তারকা দম্পতি ঘোষণা করেন, তাদের ঘরে নতুন অতিথি আসছে। সেই ভিডিওতে হেইলির বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন এই তারকা জুটি। জাস্টিন এবং হেইলি ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এর আগে সেলেনা গোমেজের সঙ্গে আট বছর সম্পর্কে ছিলেন কানাডীয় এই গায়ক।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়