ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

দিনশেষে কিছুই লিখতে পারি না, শুধু চোখ ভিজে আসে: দীঘি

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ০৫:০১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, দীর্ঘ ১৩ বছর আগে মা অভিনেত্রী দোয়েলকে হারিয়েছেন তিনি। মায়ের মৃত্যুর সময় খুবই ছোট ছিলেন দীঘি। তবে এতদিন পরও সেই মায়ের কথা মনে করে কেঁদে ওঠেন তিনি। মাকে নিয়ে স্মৃতিচারণ করে সে কথাই জানালেন দীঘি।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ডিসেম্বর) অভিনেত্রী দোয়েলের ১৩তম মৃত্যুবার্ষিকী। এদিন মায়ের কথা স্মরণ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দীঘি। মা হারানোর কষ্টের কথা ফুটে উঠেছে সেই স্ট্যাটাসে।

বিজ্ঞাপন

আবেগঘন স্ট্যাটাসে দীঘি লিখেন, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা।  ১৩ বছর কাটিয়ে দিলাম, আর কতটা বছর যে কাটাতে হবে! সময় কখনও থেমে থাকে না। কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি (মনে করি), মাম্মি। এতকিছু লিখতে চাই কিন্তু দিনশেষে কিছুই লিখতে পারি না শুধু চোখ ভিজে আসে। অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মা’র জন্য দোয়া করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়নী সাগিরা।

দীঘর সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তার মামা ভিক্টর লিখেছেন, আল্লাহ আমার বোনকে বেহেশত নসিব করুক।

এদিকে গোলাম শাহরিয়ার কবির নামে একজন মন্তব্য করেছেন, আপনার অনুভূতিগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। মা’র প্রতি আপনার ভালোবাসা এবং মিস করার ব্যথা খুবই গভীর। আমরা সবাই মায়ের স্নেহের ঋণ কখনো শোধ করতে পারব না। আমি আন্টির জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আপনাকে এই শূন্যতা কাটিয়ে ওঠার শক্তি দেন। আপনি শক্ত থাকুন, মা’র স্মৃতিগুলোই আপনার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে। 

বিজ্ঞাপন

আরটিভি /এএ-টি 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |