• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

বিক্রি করতে হয়েছিল বাড়ি, আত্মহত্যাও করতে চেয়েছিলেন সাজিদ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:২৮
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বছর খানেক আগের কথা, যখন ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন নিয়ে সরব ছিলো বলিউড। বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ উঠছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন পরিচালক সাজিদ খান।

বলিউড চেনা ছন্দে ফিরলেও সাজিদ বলিউডের সঙ্গে দূরত্ব কমাতে পারেননি। সেই সময় ‘হাউজফুল ফোর’ ছবি পরিচালনা করছিলেন তিনি।‘মিটু’ অভিযোগ ওঠায় নির্মাতারা তাকে সরিয়ে দেন।

সাজিদ জানিয়েছেন, রাতারাতি তিনি বেকার হয়ে যান। এক সময় অবসাদে ভুগতে শুরু করেন তিনি। গত ছয় বছরে অনেকবার আত্মহত্যা করতে চেয়েছি।

তবে কিছুদিন পরে ফের কাজের অনুমতি দেয় ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশন-আইএফটিডিএ।

পরিচালক জানিয়েছেন, তারপরেও কাজের পরিস্থিতি ঠিক হয়নি। কাজ না থাকায় তাকে নিজের ফ্ল্যাট বিক্রি করে ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হয়।

সাজিদ জানান, অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি বিষয়টা তার মায়ের থেকে গোপন করেছিলেন। কারণ তখন তার মা খুবই অসুস্থ ছিলেন। এমনকি ফারহা তখন বাড়িতে মায়ের থেকে সংবাদপত্র লুকিয়ে রাখত।

আরটিভি/এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়