• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

মোশাররফ করিমের ‘অন্ধকারের গান’ মুক্তি পাচ্ছে আজ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩
ছবি: সংগৃহীত

মোশাররফ করিম মানেই ভিন্নমাত্রার কিছু। বহু আগেই নানান চরিত্রে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটক-সিনেমা কিংবা ওটিটি—সব স্তরেই সমানভাবে নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা। একের পর এক থ্রিলার কনটেন্টে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। এ বছরের শুরুতেই ডার্ক লাভ স্টোরি নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম।

বুধবার (৮ জানুয়ারি) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব সিনেমা ‘অন্ধকারের গান’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন জাকিয়া বারী মম। সিনেমাটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

গেল বছরের ডিসেম্বরে ট্রেলার মুক্তির পরই শোরগোল পড়ে যায় সিনেমাপ্রেমীদের মাঝে। ভিডিওটি দেখেই বোঝা গেছে, থ্রিলার, রহস্যে ঘেরা গল্প দিয়ে এবার ভিন্নভাবে ফিরছেন ভিকি।

জানা গেছে, মুকুলের পরিবার গ্রামে থাকে। আর সে শহরে কাজ করে প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায়। কিন্তু হঠাৎ করে টাকা পাঠানো কমে যায় তার। অন্যদিকে শহরে এসে প্রেমে পড়ে সে। জীবনের নানা টানাপোড়েনে আবার দ্বিতীয় বিয়ে নিয়ে ভ্রান্ত এক ধারণায় আটকে যায় মুকুল। একটি অপরাধ থেকে মুকুল একসময় নানা অপরাধে জড়াতে থাকে। এভাবেই এগিয়ে গেছে সিনেমার গল্প।

প্রসঙ্গত, মোশাররফ করিম-মম ছাড়াও ‘অন্ধকারের গান’ সিনেমায় আরও অভিনয় করেছেন, আবুল হায়াত, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি প্রমুখ।

আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন বন্ধুর ‘শাদী মোবারক’
এবার তিন গল্পে ভিন্নরূপে পর্দা মাতাবেন মোশাররফ করিম
ঘরের কথা পরের কাছে বলতে চাই না: অহনা
শিক্ষার্থীদের সংহতি জানিয়ে যা বললেন মোশাররফ করিম