• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

যে কারণে বনির সঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত ঋত্বিকার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩১
ঋত্বিকা সেন

২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমায় জুটি বাঁধেন বনি সেনগুপ্ত ও ঋত্বিকা সেন। এরপর তাদের দেখা যায় ‘লাভ স্টোরি’ সিনেমায়। এই জুটির রসায়নেও মুগ্ধ সিনেমাপ্রেমীরা। সেই বনির সঙ্গেই নাকি আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন ঋত্বিকা।

‘লাভ স্টোরি’ সিনেমায় কাজ করার পর গুঞ্জন ওঠে বনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুললেন ঋত্বিকা।

অভিনেত্রী বলেন, বনির সঙ্গে প্রেম নিয়ে যা রটেছে তা কুরুচিকর। আমার সঙ্গে কোনোকালেই বনির প্রেম ছিল না। এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা নিয়ে কিছু বলার ইচ্ছা নেই। আমার পারিবারিক শিক্ষা এমন নয়, যে কারও নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টাপাল্টা বলব।

ঋত্বিকা আরও বলেন, অতীতে বলেছে খারাপ লেগেছে। বহুদিন ধরে এসব মিথ্যে আমি দেখে আসছি। আগে কোনোদিন কিছু বলিনি। কিন্তু এবার আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। বনি কোনোদিন আমার প্রেমিক ছিল না। ওর সঙ্গে আর কোনোদিন সিনেমা করব না আমি।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন ঋত্বিকা। এখন তিনি পুরোদস্তর নায়িকা। ২০১২ সালে ‘১০০% লাভ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের সফর শুরু করেন। এরপর ‘চ্যালেঞ্জ টু’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’র মতো সিনেমায় অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দেখা গেছে ঋত্বিকাকে।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছোট পর্দায় অভিনয় প্রসঙ্গে মুখ খুললেন বনি
কুপ্রস্তাব নিয়ে মুখ খুললেন ঋত্বিকা
বিয়ে ও বাচ্চা নিয়ে মুখ খুললেন কৌশানী (ভিডিও)