সাইফের শরীরে ছুরির অংশ পেল চিকিৎসক, তিনজন আটক
নিজ বাড়িতেই গভীর রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অভিনেতার শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে ছুরির অংশ বের করেছেন চিকিৎসকেরা। একইসঙ্গে শেষ হয়েছে সাইফের স্নায়ুর অস্ত্রোপচার এবং কসমেটিক সার্জারিও।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকদের ধারণা, ওটা ছুরিরই ভাঙা অংশ।
লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতার শরীরে ছয়টি আঘাত রয়েছে। যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি।
বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে সাইফের বাড়িতে হানা দেয় দুর্বৃত্তকারীরা। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতির উদ্দেশেই এই হানা। দুর্বৃত্তকারীরা সাইফকে ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, সাইফের পাশাপাশি তার বাড়িতে কর্মরত এক গৃহকর্মীকেও ছুরি দিয়ে কোপানো হয়েছে। তবে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
বান্দ্রার সৎগুরু শরণ ভবনে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। কড়া নিরাপত্তা থাকার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা অবাক করেছে সবাইকে।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন