হলিউডে দিশা পাটানির অভিষেক

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ১০:১৭ পিএম


হলিউডে দিশা পাটানির অভিষেক
দিশা পাটানি

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও বেশ জনপ্রিয়তা রয়েছে তার। ২০১৫ সালে ‘লোফার’ সিনেমার মাধ্যমে বিটাউনে পা রাখেন দিশা। এরপর একাধিক সিনেমায় সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তবে এবার হলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

জানা গেছে, হলিউডের একটি ওয়েব সিরিজে কাজ করছেন দিশা। সিরিজটির নাম ‘হলিগার্ডস’। এতে ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’র অভিনেতা টাইরেস গিবসন ও হ্যারি গুডউন্সের বিপরীতে অভিনয় করছেন তিনি। 

বর্তমানে মেক্সিকোর দুরাঙ্গতে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এরই মধ্যে সিরিজটির বিহাইন্ড দ্য সিনের কিছু ছবিও ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। ওই ছবিগুলোতে দেখা যায়, প্রাণবন্তভাবে ক্যামেরায় ধারণ করা নিজেদের অভিনয় প্রিভিউ করছেন অভিনয়শিল্পীরা।

বিজ্ঞাপন

হলিউডের এই সিরিজটি দিশার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। পাশাপাশি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। এটি ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির সিনেমা। চলতি বছর মুক্তি পেতে চলেছে আহমেদ খান পরিচালিত এই সিনেমাটি। 


আরটিভি/এইচএসকে-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission