ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

নির্মাতা রাম গোপাল ভার্মাকে কারাদণ্ড

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ০৬:০৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত-সমালোচিত নির্মাতা রাম গোপাল ভার্মাকে চেক বাউন্সের মামলায় ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্প্রতি আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্ট এ রায় দেন। খবর ইন্ডিয়া টুডের।

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানানো হয়েছে, গত সাত বছর ধরে চেক বাউন্সের মামলার শুনানি হয়ে আসছিল। কিন্তু রাম গোপাল ভার্মা কোর্টে অনুপস্থিত থেকেছেন। সাজার রায় দেওয়ার পাশাপাশি ম্যাজিস্ট্রেট রাম গোপাল ভার্মার বিরুদ্ধে স্থায়ী জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (এনবিডব্লিউ) জারির নির্দেশ দিয়েছেন।

রাম গোপাল ভার্মার বিরুদ্ধে কারাদণ্ডের রায় ঘোষণার পর আলোচনা শুরু হয়েছে, তবে কি গ্রেপ্তার হবেন এই পরিচালক? এ আলোচনার মাঝে গ্রেপ্তার এড়ানোর একটি পথও পাওয়া গেছে। কারণ, আদালত চলচ্চিত্র নির্মাতাকে তিন মাসের মধ্যে অভিযোগকারীকে ৩ লাখ ৭২ হাজার রুপি ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। যদি তা দিতে ব্যর্থ হন, তাহলে তাকে তিন মাস জেল খাটতে হবে।

বিজ্ঞাপন

২০১৮ সালে শ্রী নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে মহেশচন্দ্র মিশ্রা চেক বাউন্সের মামলা দায়ের করেন রাম গোপাল ভার্মার প্রতিষ্ঠানের (আরজিভি) বিরুদ্ধে। ২০২২ সালের জুনে পরিচালক ব্যক্তিগত বন্ড (৫ হাজার রুপি) দেওয়ার পর জামিন পান।

এদিকে, আদালতের রায় ঘোষণার পরপরই নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন রাম গোপাল ভার্মা। ‘সিন্ডেকেট’ শিরোনামের এ সিনেমার বিষয়ে বিস্তারিত জানাননি।

আরটিভি/এএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |