• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

চট্টগ্রামে হাবিব ওয়াহিদের কনসার্ট স্থগিত!

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় আয়োজন করা হয়েছিল ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ শিরোনামের ব্যতিক্রমী একটি কনসার্ট।

গভীর সমুদ্রের বুকে পারফর্ম করার কথা ছিল দেশের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদের। কিন্তু হঠাৎ কনসার্টটি স্থগিত বলে ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। পরবর্তী তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।

আয়োজনকারীদের পক্ষ থেকে শনিবার (১ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে বলা হয়, ‌প্রিয় অতিথি, আমরা অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‌‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা শিগগিরই নতুন সম্ভাব্য তারিখটি জানিয়ে দেবো।

আরটিভি/এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট, গাইবেন জেমসসহ ৭ ব্যান্ড
কনসার্টে ১০ জন পদপিষ্ট, মুখ খুললেন সংগীতশিল্পী
‘সুরে সুরে পঞ্চাশে’ পারফর্ম করবেন নকীব খান
প্রথমবারের মতো একক কনসার্টে মঞ্চ মাতাবে ব্যান্ড ‘সহজিয়া’