ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে আসছে ‘নীল সুখ’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৪৪ পিএম


loading/img

তরুণ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। তার নির্মাণ মানেই যেন রহস্য আর ভয়ংকর সব ঘটনার বিস্ময়কর মেলবন্ধন। এর আগে পর্দায় কেউ এভাবে ধারাবাহিক থ্রিলার ফুটিয়ে তুলতে পারেনি। যেমনটা দেখা গেছে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’ বা ‘দ্য সাইলেন্স’-এ।

বিজ্ঞাপন

এবার ভালোবাসা, বেদনা ও সুখের গল্পে ‘নীল সুখ’ নামের ওয়েব ফিল্ম নিয়ে আসছেন তিনি। যেখানে জুটি বেঁধেছেন মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান। ভালোবাসা দিবসকে সামনে রেখে ওটিটি প্লাটফর্ম বিঞ্জে আগামী ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে ফিল্মটি।

‘নীল সুখ’ সিনেমাটি প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করা হয়েছে জানিয়ে ভিকি বলেন, হুমায়ূন আহমেদ স্যারের কাজগুলো আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। কিন্তু আমি বরাবরই থ্রিলার গল্পে কাজ করেছি। পারিবারিক বা ভালোবাসার গল্পে কাজ কম করা হয়েছে। এই গল্পটা দুটি পরিবারের। হুমায়ূন স্যার নিজেও পারিবারিক গল্পগুলো চমৎকারভাবে দর্শকদের সামনে তুলে ধরতেন। যেহেতু এই কাজটা স্যারের প্যাটার্নের কাজ, তাই তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।

বিজ্ঞাপন

477519357_639364928744727_6794898734731066979_n

সিনেমার গল্প নিয়ে ভিকি বলেন, ‘নীল সুখ’ নিখাদ ভালোবাসার গল্প। দুটি মানুষের ভালোবাসা, পারিপার্শ্বিক অবস্থা,তাদের বেদনা ও সুখের গল্পই এখানে তুলে ধরা হয়েছে। এটি গতানুগতিক ভালোবাসার গল্পের চাইতে একটু আলাদা। আর কীভাবে আলাদা সেটা ওয়েব ফিল্মটি দেখলেই দর্শকরা বুঝতে পারবে।

479488818_639102652104288_4632423691511436219_n

বিজ্ঞাপন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, নির্মাতা ভিকি জাহেদ ভাইয়ের সাথে এটি আমার তৃতীয় ওয়েবের কাজ। আগের দুটি কাজ দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল। এই গল্পটা একবার শুনেই রাজি হয়ে গিয়েছিলাম। এটিও দর্শকের ভালো লাগবে সেই প্রত্যাশা করছি। অনেকদিন ধরেই আমার ভক্তরা জানাচ্ছিলেন আমাকে রোমান্টিক কাজে দেখতে চান। তাই এই কাজটি করেছি।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |