হুমকির অভিযোগ, ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:২৮ পিএম


হুমকির কারণে ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত
ছবি: সংগৃহীত

‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’—এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার বিকেল ৫টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ঢাকা মহানগর নাট্যোৎসব শুরু হওয়ার কথা ছিল। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে উৎসবটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, রমনা থানা থেকে উৎসব বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠাণ্ডু রায়হান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশের থিয়েটার বর্তমানে এক সংকটকাল অতিক্রম করছে।

নাট্যোৎসবটি ১৪ দিনব্যাপী হওয়ার কথা ছিল, যেখানে ঢাকার ৮৫টি নাট্যদলের কর্মীরা দুই মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং গণ-অর্থায়নে আয়োজন সম্পন্ন করেছেন। সব প্রস্তুতি চূড়ান্ত হলেও হঠাৎ করেই উৎসব বন্ধের নির্দেশ আসে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুর ১টার দিকে মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাট্যোৎসব কমিটিকে জানান, রমনা থানা থেকে ফোন করে উৎসব বন্ধ করতে বলা হয়েছে। এরপর উৎসব কমিটি রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করে। সন্ধ্যায় তারা ওসির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং উৎসবের বিস্তারিত তথ্য জানান। এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের জন্য পুলিশের অনুমতি প্রয়োজন না হলেও কমিটি নিরাপত্তা সহযোগিতা চেয়ে থানায় একটি আবেদন জমা দেয়।

কিন্তু সন্ধ্যার কিছুক্ষণ পরই পরিস্থিতি পাল্টে যায়। থানায় একদল লোক ঢুকে মহিলা সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাকে গালাগালসহ উৎসব বন্ধ করার জন্য চাপ দেয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মহিলা সমিতির কর্তৃপক্ষ রাতেই মৌখিকভাবে মিলনায়তনের বরাদ্দ বাতিল করে।

শুক্রবার রাতে আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে—কে বা কারা অন্ধকারে মিলনায়তন থেকে উৎসবের সাজসজ্জা খুলে নিয়ে যায়। এরপরও নাট্যকর্মীরা ওসির সঙ্গে আলোচনা চালিয়ে যান, তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শেষ পর্যন্ত উৎসব স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

বিজ্ঞাপন

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ রানা গণমাধ্যমকে জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

আরটিভি/জেএম/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission