ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

নায়িকার মামলায় প্রযোজক আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আরটিভি নিউজ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:১০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা জাকিয়া কামাল মুনের দায়ের করা প্রতারণা মামলায় দেশের অন্যতম প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে এ গ্রেপ্তারের আদেশ দেন। 

মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। উল্টো গত বছরের মে মাসে ‘পাপ’ সিনেমাটি একটি ওটিটির কাছে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন।

বিজ্ঞাপন

মামলার আইনজীবী আবু সাঈদ শিমুল জানান, আবদুল আজিজের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা) ও ৫০৬ (হুমকি) ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী চিত্রনায়িকা জাকিয়া কামাল মুন গণমাধ্যমকে বলেন, আমি বারবার টাকা ফেরত চেয়েছি, কিন্তু তিনি (আজিজ) দেননি। উল্টো বিভিন্ন প্রযোজককে বলে দিয়েছেন আমাকে যেন কোনো সিনেমায় না নেওয়া হয়।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |