ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট, যা লিখলেন তানজিন তিশা

আরটিভি নিউজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ০৩:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নিজের ভালো লাগা-মন্দ লাগার কথা শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রী বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্ট দেন।

তানজিন তিশা লিখেছেন, মৃত্যুর পর নাকি মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু?

বিজ্ঞাপন

Capture

অভিনেত্রীর এই পোস্টে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন। 

মিতু নামে একজন লিখেছেন, যার বাবা নাই তার কতটা আক্ষেপ, তা শুধু সেই বোঝে। বাবা বলে ডাকতে না পারাটা কতটা কষ্টের।

বিজ্ঞাপন

ফৌজিয়া ইসলাম লিখেছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। ভালো থাকুক পৃথিবীর সব বাবা-মা।

শফিক আল মামুন লিখেছেন, আত্মার শান্তি কামনা করি।

তাসনিম ফারহানা স্বর্ণা নামে আরেকজন লিখেছেন, আমার আব্বুও আমাকে বাবু বলে ডাকে। আল্লাহ্ আপনার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং সব বাবাকে সুস্থ রাখুক এবং দীর্ঘায়ু দান করুক।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |