ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

টিজার দেখে ‘সিনেমার’ স্বাদ পাচ্ছেন দর্শক!

আরটিভি নিউজ

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ০১:০৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। এবার এই নির্মাতা ঈদে নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে। 

বিজ্ঞাপন

কাজল আরেফিন অমি পরিচালিত জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণকে নিয়ে অমি এবার নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়ে মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদুল ফিতরে।

Capture.JPG_2

বিজ্ঞাপন

পরিচালক অমি জানান, পোস্ট প্রডাকশনে কালারের কাজ শেষ হয়নি বলে মুক্তি দেয়া সম্ভব হয়নি। এর মধ্যে আবার ভিসা জটিলতা ছিল।

তিনি বলেন, হাউ সুইট ঈদে এলে আরও বেশি জমবে। কারণ, এটি রোমান্টিক এবং কমেডি গল্পে নির্মিত। আমার বিশ্বাস ঈদে দর্শকদের মন মাতাবে।

Capture.JPG_4

বিজ্ঞাপন

এদিকে ওয়েব ফিল্মটি মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে অনলাইনে প্রকাশ করা হয়েছে ৪৩ সেকেন্ডের একটি টিজার। টিজারটি প্রকাশের পর পর বেশ সাড়া ফেলেছে। অনেকেই বলছে টিজারটি দেখে বড় পর্দার সিনেমার ফিল পাওয়া যাচ্ছে। 

Capture.JPG_3

অমি বলেন, চমচম খেলে যেমন মিষ্টি অনুভব হয়, এই গল্পটি দেখলে দর্শকদের সেই অনুভূতি হবে। আর এই ধরনের কাজে অপূর্ব ভাই ছাড়া কেউ মাথায় আসেনি। ফারিণের সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সে রোমান্টিক সিরিয়াস দুই চরিত্রেও ভালো করে। এ কারণে অপূর্ব ভাই ও ফারিণকে নেয়া হয়েছে। অপেক্ষা করছি কবে দর্শকদের দেখাতে পারবো।

how-sweet-movie-050225-02-1741189495

নতুন এই কাজটি নিয়ে অপূর্ব বলেন, অনেক দিন পর অমির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি সিনেমার গল্পটা শুনে খুব উচ্ছ্বসিত হয়ে যাই কবে কাজটি শুরু করব– এটি ভেবে। তাছাড়া দীর্ঘদিন হয়েছে ওটিটিতে ফারিণের সঙ্গে কোনো কাজ নেই। আমি চাচ্ছিলাম এরকম একটি কাজ দিয়ে পর্দায় আসার। সব মিলিয়ে ‘হাউ সুইট’ নিয়ে আমি খুব আশাবাদী। অমির আগের কাজগুলো দেখে দর্শক যেমন উপভোগ করেছে, এবারও তেমনটা হবে। নাচে, গানে ভরপুর খুব সুন্দর একটি সিনেমা উপহার পেতে যাচ্ছে দর্শক।

481011333_1214507983370524_4104728476978518762_n

ফারিণ বলেন, অপূর্ব ভাইয়ের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। ওটিটিতে এটি আমাদের দ্বিতীয় কাজ। আশা করছি ‘হাউ সুইট’-এর মাধ্যমে দর্শক এ জুটিকে নতুনভাবে আবিষ্কার করবেন।

বরিশাল, ঢাকার বিভিন্ন লোকেশন শুটিং হয়েছে ‘হাউ সুইট’র। অপূর্ব-ফারিণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল।

প্রসঙ্গত, নাটক নির্মাণ থেকে এখন ওটিটি’র কাজে বেশি দেখা যাচ্ছে অমিতে। বঙ্গতে তিনি পরপর হোটেল রিলাক্স,  অসময় কনটেন্টগুলো বানিয়ে সাড়া ফেলেছেন। 

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |