ঢাকা

জয়া আহসান আমার নসিবে ছিল: জয়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০২:৩২ পিএম


loading/img
ছবি: কোলাজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। যেকোনো চরিত্রেই সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে ফুটিয়ে তুলতে জুড়ি নেই তার। 

বিজ্ঞাপন

অন্যদিকে, ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে প্রমাণ করে চলেছেন দুই দশকেরও বেশি সময় ধরে। তবে সব ছাপিয়ে তার বড় গুণটি হচ্ছে, তিনি নিজেকে কখনও লুকান না। নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করে দেন অকপটে।

এদিকে, প্রথমাবের মতো ওয়েব সিরিজে অভিনেত্রী জয়া আহসান। এ ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। জয়ার সঙ্গে কাজের অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। 

বিজ্ঞাপন

নিজের ফেসবুকে জয় লিখেছেন, শেষ কাজ করেছিলাম তার সাথে ২৩ বছর আগে। ২৩ বছর পর ঠিক সেই লোকেশনেই আবার শুটিং হল। মাঝের ২৩ বছর দুই থেকে তিনবার সামনাসামনি দেখা হয়েছে। কথা হয়েছে সামান্য।এরপর জিম্মি। কথায় আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। জয়া আহসান আমার নসিবে ছিল।

জানা গেছে বেশ গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে জয়কে। জিম্মিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানিয়ে জয় বলেন, পরিচালক নিপুনের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব; যে তিনি আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মি তে আমার চরিত্রটা, আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র। সেই সাথে সহশিল্পী জয়া আহসান, ইরেশ যাকের সহ অনেকেই কাজটাকে আমার জন্য সহজ ও স্মরণীয় করেছেন।

‘জিম্মি’-তে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেশ যাকেরকে। এতে রুনা লায়লা চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সিরিজটি বানিয়েছেন আশফাক নিপুন। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |