ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

দুইটা টাকার জন্য যা খুশি বানানো উচিত না: কাজী মারুফ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০৩:২৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নানা জটিলতার পর অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। তবে ইতোমধ্যে ছবিটি নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সিনেমার প্রদর্শনের জন্য জমা পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

বিজ্ঞাপন

সেখানে সিনেমার প্রদর্শনী শেষ হয়ে বের হয়ে যাওয়ার সময় শাকিব ভক্তদের রোষানলে পড়েন চলচ্চিত্র নির্মাতা ও সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত। 

শাকিব ভক্তরা গাড়ি আটকে রাখায় তাদের সঙ্গে নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় কাজী হায়াতকে বলতে শোনা যায়, ‘আমার মারুফেরও লোক আছে’।

বিজ্ঞাপন

এদিকে কাজী হায়াতের সঙ্গে এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে কথা বলেন তিনি। 

কাজী মারুফ বলেন, কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। উনি যেটা করেছেন, তা একান্ত ওনার ব্যাপার। বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন, তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন, দেশের জন্য করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গেটে অবস্থান নেওয়া ভক্তদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ‘আমার মারুফেরও লোক আছে’ মন্তব্য করে আরও রোষানলে পড়েন কাজী হায়াত। এরপর থেকে মারুফের ফেসবুক পেজের ইনবক্স ও মন্তব্যের ঘরে গালিগালাজসহ হুমকি আসতে থাকে। 

বিজ্ঞাপন
Advertisement

478529528_973970081339308_7927020911231742890_n

এ প্রসঙ্গে তিনি বলেন, মারুফের লোক আছে বলে বাবা বুঝিয়েছেন আমার দর্শক আছে। একসময় আমার দর্শক ছিল।এখনকার দর্শকেরা গল্পপ্রধান সিনেমা থেকে ভায়োলেন্স বেশি পছন্দ করেন। তাই তারা মারুফের সিনেমা পছন্দ করবেন না। 

তার কথায়, এখনকার প্রজন্ম আমার সিনেমা দেখেনি, দেখলেও হয়তো পছন্দ করবে না। এখনকার দর্শক মারামারি পছন্দ করে, যার নজির দেশের চলমান অবস্থা।

তিনি যোগ করে আরও বলেন, অনেক কথা বলার আছে আমার। নির্মাতাদের সেল্ফ সেন্সরশিপ থাকা উচিত। দুইটা টাকার জন্য যা খুশি বানালাম, এটা কখনো উচিত নয়।

কাজী হায়াতের সিনেমায় ব্যবহার করা অশ্লীল বাক্য ও গালি নিয়ে সমালোচনার জবাবও দেন মারুফ। তিনি বলেন, কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ছিল। ‘ধর’ সিনেমার কথা বলবেন? যদি আপনার এ সিনেমা বোঝার ক্ষমতা থাকে, তাহলে আপনারা নীতিমান হবেন। দেশকে নিয়ে ভাববেন। যেন এই সিনেমার মান্নার ক্যারেক্টারের মতো আর কেউ তৈরি না হয়।

475217154_122191483280093045_8870949567385119042_n

শাকিব খানের সঙ্গে অভিনেতার সম্পর্ক নষ্ট করার চেষ্টা হচ্ছে বলে উল্লেখ তিনি বলেন, শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো, আপনারা এটা নষ্ট হতে দেবেন না। আর নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না। আমার বাবারও কিছু আসবে যাবে না। এমনকি শাকিবের ক্ষেত্রেও সেইম।

সবশেষ ওই ভিডিও তে শাকিবের দৃষ্টি আকর্ষণ করে হায়াতপুত্র বলেন, শাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |