টাকাভর্তি বাক্স পেয়ে বিপাকে জয়া

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ০৩:২১ পিএম


টাকা ভর্তি বক্স পেয়ে বিপাকে জয়া

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। যেকোনো চরিত্রেই সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে ফুটিয়ে তুলতে জুড়ি নেই তার। 

বিজ্ঞাপন

রুনা লায়লা একজন সরল কিন্তু দৃঢ়চেতা নারী। সরকারি বিদ্যুৎ অফিসে চাকরি করে রুনা। তার জীবন এক ভয়াবহ মোড় নেয় যখন সে অফিসে টাকাভর্তি এক লুকানো বাক্স পায়। আকাঙ্ক্ষা এবং লোভের বশবর্তী হয়ে বিপজ্জনক পরিণতির কথা ভেবে সে বাক্সটা নিয়ে নেয়।

সেই বাক্সকে ঘিরে একের পর এক ঘটনা ঘটতে থাকে তার জীবনে।৭ পর্বের ব্ল্যাক কমেডি জনরার সিরিজ ‘জিম্মি’-তে আশফাক নিপুন এমনই এক রুনা লায়লার গল্প দেখিয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) হইচই-তে মুক্তি পেয়েছে সিরিজটি।

বিজ্ঞাপন

1743150293-23fcfc3ebe1b6b45d17553bc1f97146b

সিরিজটির মুখ্য চরিত্রে অর্থাৎ রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

নতুন কাজ নিয়ে তিনি বলেন, আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। তাই আর দেরি করিনি।

বিজ্ঞাপন

এই সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলু, মুনিরা বেগম মিমি, শাহাদত শিশিরসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission