ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়: সালমান মুক্তাদির

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৪:৩০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে ফিলিস্তিনের ওপর দখলদার। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর। যেনো লাশের সারি। আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। সেই সঙ্গে ইসরায়েলকে এমন বর্বরতার জন্য ধিক্কার জানাই। বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের দিন্দা জানান। দেশের শোবিজ তারকারও এ বিষয়ে প্রতিবাদমুখর। সোশ্যাল মিডিয়ায় তারা এমন মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

বিজ্ঞাপন

ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যা প্রসঙ্গে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত জানিয়েছেন ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে সকালে একটি হৃদয়স্পর্শী স্ট্যাটাস দেন সালমান। 

সালমান তার ফেসবুক পোস্টে লেখেন, আজ আমাদের মেয়ে স্কুলের জন্য প্রস্তুত হয়েছিল। তবে আমরা তাকে স্কুলে যেতে দেইনি। তার পরিবর্তে দিশা তাকে নিয়ে বসে আজকের পরিস্থিতি নিয়ে আলোচনা করল। ফিলিস্তিনি শিশুদের ছবি দেখিয়ে তাদের পরিস্থিতি বোঝানোর চেষ্টা করল। কথা বলার পরে আমারা বলল, সে খুব খুশি যে এই আলোচনা হয়েছে এবং আরও জানতে চায়।

বিজ্ঞাপন

সালমান এরপর লেখেন, এর মানে এই নয় যে, যারা তাদের সন্তানদের স্কুলে পাঠিয়েছেন তারা ভুল কিছু করেছেন। তবে আমি শুধু এই দিকটাতে মনোযোগ দিতে চাই যে, শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে স্কুল শেষে যখন তারা ফিরে আসবে, চেষ্টা করুন তাদের সাথে কিছু কথা বলার। তাদেরও আজকের আন্দোলনে তাদের নিজস্ব উপায়ে অংশগ্রহণ করতে দিন।
 
সবশেষে তিনি লেখেন, যদি আমরা আজ আমাদের সন্তানদের সহানুভূতি এবং মানবতা শেখাতে না পারি, তবে তারা কখনোই আগামীতে একটি ভালো পৃথিবীতে বড় হবে না, যখন পৃথিবী মানবতার মূল্য ভুলে যাবে। আর আমরা এরইমধ্যে দেখতে পাচ্ছি, আজকের দিনে মানবতাসম্পন্ন মানুষ হওয়া কতটা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে এমন একটি হৃদয় দান করুন, যে হৃদয় মানুষের জন্য অনুভূতি অনুভব করতে পারে।

প্রসঙ্গত, মানবতা ভূলুণ্ঠিত হয়ে ফিলিস্তিন আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যার প্রতিবাদ জানিয়েছে ইতোমধ্যে সংগীতশিল্পী আসিফ আকবর, জয়া আহসান, তমা মির্জা, সিয়াম সহ আরও অনেক তারকা।  

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |