ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নতুন মুখ নিয়ে দেবাশীষের ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’

আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০৬:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জনপ্রিয় উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাস। বর্তমানে এই নির্মাতার নির্মাণাধীন রয়েছে ‘তুমি যেখানে আমি সেখানে’ নামের একটি সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। খুব শিগগিরই সিনেমাটির বাকি অংশের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন এই নির্মাতা। তার মধ্যে নতুন খবর দিলেন দেবাশীষ বিশ্বাস। 

বিজ্ঞাপন

একজোড়া নতুন মুখ নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’। গত মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই নির্মাতা। রোমান্টিক ও কমেডি ঘরানার গল্পে সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করবেন নবাগত সেজান দেওয়ান ও মায়রা আলী।

নতুন সিনেমা প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, আমি সব সময় রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমা নির্মাণ করি। আমার সিনেমায় রোমান্টিক ও কমেডির প্রাধান্য থাকে। এটিও তাই হবে। এ ধরনের কাজ আমি একটু ভালো পারি। সেই মুন্সিয়ানা এই সিনেমাতেও দেখাতে চাই। সিনেমার সিংগভাগ কাজ বিদেশে চিত্রায়িত হবে। লোকেশনে বৈচিত্র্য থাকবে, যা দেখে দর্শকরা চোখে আরাম পাবে। তবে গল্প পুরোপুরি বাঙালি।

বিজ্ঞাপন

জানা গেছে, আগামী জুলাই থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে হবে সিনেমাটির শুটিং। এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, আহম্মেদ শরীফ, টনি ডায়েস, শিরিন বকুল প্রমুখ। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। গীত রচনায় সুদীপ কুমার দীপ। আবহ সংগীত করবেন ইমন সাহা।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |