ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ম্যাকগাইভারের ঠোঁটে এবার সজলের কণ্ঠ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০১:৫২ পিএম


loading/img
ছবি: কোলাজ

আশির দশকের যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ম্যাকগাইভার বাংলায় রূপান্তর করে বাংলাদেশ টেলিভিশন [বিটিভি] নব্বইর দশকে প্রচার করেছিল। এটি বেশ দর্শকপ্রিয়তা লাভ করে। রিচার্ড ডিন অ্যান্ডারসন অভিনীত সেই ম্যাকগাইভার বাংলাদেশের দর্শকদের জন্য ফিরেছে নতুন করে। তবে এবার বিটিভিতে নয়, ম্যাকগাইভারের বাংলা ডাবিং নিয়ে এসেছে এসআরকে ষ্টুডিও। ম্যাকগাইভার চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও মডেল আব্দুন নূর সজল। 

বিজ্ঞাপন

সম্প্রতি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে এর প্রচার শুরু হয়েছে। এটি প্রচার হচ্ছে প্রতিদিন দুপুর ১টায় ও রাত ৯টায়। যদিও বিদেশি সিরিজে ডাবিংয়ের অভিজ্ঞতা সজলের নতুন নয়। দুই বছর আগে কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লুসি’তে কণ্ঠ অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। 

341766982_787282999495394_3378598167277315812_n

বিজ্ঞাপন

ম্যাকগাইভার সিরিজে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, বিদেশি কোনো সিরিজের নির্দিষ্ট কোনো চরিত্রের সঙ্গে মিলিয়ে নিজে কণ্ঠ দেওয়া চ্যালেঞ্জিং। ম্যাকগাইভার  অনেকেরই ভালোলাগার একটি সিরিজ। ছোটবেলায় নিজেরও একটি পছন্দের সিরিজ ছিল এটি। খুব যত্ন দিয়ে কাজটি করেছি। ম্যাকগাইভারের কণ্ঠ দেওয়ার বিষয়টি খুব এনজয় করছি। আশা রাখছি, এ সিরিজটি সবার কাছে উপভোগ্য হবে।’

সজল ছাড়াও সিরিজের বিভিন্ন পর্বে কণ্ঠ দিয়েছেন আবুল হায়াত, জয়া আহসান, তাসনিয়া ফারিণ, জাকিয়া বারী মম, নাজিয়া হক অর্ষা, মুমতাহিনা টয়া, রোজী সিদ্দিকীসহ অনেকে। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |