ঢাকাশনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ব্যক্তিগত ভিডিও ফাঁস, মুখ খুললেন পাকিস্তানি টিকটকার সামিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৬:৪৮ পিএম


loading/img
ছবি: কোলাজ

ডিজিটাল এই যুগে তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা এখন যেন অহরহ হচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানি টিকটক তারকা মিনাহিল মালিক, ইমশা রেহমান, মরিয়ম ফয়সালসহ অন্তত চার-পাঁচজনের আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে। এ নিয়ে সমালোচনা ও চর্চাও হয়েছে। এমনকি আইনি পদক্ষেপও নেয়া হয়েছে। এরপরও থেমে নেই এ ধরনের ঘটনার।

বিজ্ঞাপন

এবার সামনে এলো আরেক টিকটক তারকা সামিয়া হিজাবের নাম। সম্প্রতি তার আপত্তিকর ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সামিয়ার অশ্লীল ক্লিপ ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্লিপটিও অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে।

‘রিশতা পাকা রিশতা পাকা’ ট্রেন্ডের মাধ্যমে খ্যাতি লাভ করা টিকটকার সামিয়া নিজের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় সাবেক প্রেমিককে অভিযুক্ত করেছেন। ইচ্ছাকৃতভাবে তার সাবেক প্রেমিক প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছেন বলে জানিয়েছেন এ টিকটকার।

বিজ্ঞাপন

এ টিকটকার ভিডিও ফাঁস নিয়ে বলেছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) মাধ্যমে তৈরি করা একটি ভিডিও। আমি স্পষ্ট বলছি, এটি আমি নই এবং এর সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই।

এছাড়াও এ কনটেন্ট ক্রিয়েটর তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এমন ‘মিথ্যা ও ভিত্তিহীন’ ভিডিওটি বিশ্বাস না করার জন্য অনুরোধ করেছেন। 

শিগগিরই এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন সামিয়া বলেন, আমি শিগগিরই এফআইএ সাইবার ক্রাইম উইয়ে বরাবর আমার নাম মুছে ফেলার জন্য আবেদন করব। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ জানাব।

বিজ্ঞাপন

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |