পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে একের পর এক গোলাগুলির ঘটনা ঘটেছে। দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ ছড়িয়েছে সবখানে। যে উত্তাপ দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও।
এদিকে, পাকিস্তান-ভারত যুদ্ধ যখন উত্তাপ ছড়াচ্ছে দুই দেশের মধ্য ঠিক তখনই পাকিস্তানি নাগরীকদের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ক্ষমা প্রার্থনাকে নেতিবাচকভাবে দেখছেন ভারতীয় নাগরিকরা। ওই পোস্ট ঘিরে দেশটিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।
রণবীর লিখেছিলেন, পাকিস্তানি ভাই ও বোনেরা, আমি এই পোস্টের জন্য বহু ভারতীয়র ঘৃণার শিকার হব। কিন্তু কথাটা বলা গুরুত্বপূর্ণ। বহু ভারতীয়র মতোই আমার মনেও আপনাদের জন্য কোনো ঘৃণা নেই। আমরা অনেকেই শুধু শান্তি চাই। পাকিস্তানিদের সঙ্গে যখনই দেখা হয়, তখনই তারা সাদরে স্বাগত জানান।
বলে রাখা ভালো, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের একটি গ্রুপের ওপর বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৬ জন নিহত হয়। পহেলগাম কাণ্ডের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক তলানিতে ঠেঁকেছে। কাশ্মীর ঘটনার ১৫ দিন পর পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে হামলা করে ভারতীয় সেনা।
আশার কথা চীন-আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাক-ভারত। এই অবস্থায় পাকিস্তানের মানুষের কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন রণবীর। তবে বিতর্ক শুরু হতেই পোস্ট সরিয়ে নিয়েছেন এই ইনফ্লুয়েন্সার।
আরটিভি/এএ