ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জোর করে প্রেমিকার মুখে মূত্র!

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ০৬:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

র‍্যাপার শন ডিড্ডি কম্বস এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন। গানের জন্য নয়। তিনি আলোচনায় আসলেন ভিন্ন এক কারণে। সাবেক প্রেমিকা ক্যাসি ভেনেচুরা র‍্যাপারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন। মানব পাচার এবং যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।   

বিজ্ঞাপন

গত ১২মে সেই মামলার প্রথম শুনানি হয়। আদালতে বিস্ফোরক মন্তব্য করেন শনের সাবেক প্রেমিকা ক্যাসি। সে দিন ক্যাসি জানান, শুধু মানসিক নয়, শারীরিক অত্যাচারও চালাতেন তিনি। এমন এক পার্টির কথা বলেন তিনি যা শুনে সবাই অবাক হয়।   

ক্যাসির আইনজীবী জানান, কোনও এক পার্টিতে এক দেহ ব্যবসায়ীর মূত্র জোর করে পান করতে বাধ্য করেন শন। বিদেশি র‍্যাপারের বিরুদ্ধে তার সাবেক প্রেমিকা অভিযোগ করেন তাকে মাদক সেবন করতে বাধ্য করা হত। শুধু তাই নয় পরপুরুষদের সঙ্গে যৌন মিলনেও বাধ্য করা হত। 

বিজ্ঞাপন

কম্বস এবং ভেনচুরার দীর্ঘদিনের সম্পর্ক। ২০০৭ থেকে ২০১৮ প্রায় ১১ বছর সম্পর্কে ছিলেন তারা। কম্বসের আইনজীবীদের দাবি, তাদের সম্পর্কের মধ্যে হিংস্রতা ছিল। তারা বলেন, সম্পর্কে উভয় পক্ষই শারীরিক ভাবে আঘাত করেছে এবং আমরা এটিকে গার্হস্থ্য সহিংসতা হিসেবে তুলে ধরব।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |