ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

প্রথম সপ্তাহে ‘পদ্মাবত’ এর আয় কত?

বিনোদন ডেস্ক

শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮ , ০৪:২৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নানা জটিলতা পেরিয়ে গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর অভিনীত বহুল আলোচিত ছবি ‘পদ্মাবত’।  মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে ছবিটি। প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

সিনেমাটি মুক্তি দেয়া নিয়ে এখনো বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। এরই প্রেক্ষিতে কয়েকটি রাজ্যের বেশ কিছু সিনেমা হলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে প্রথম সপ্তাহ পার করেছে ‘পদ্মাবত’।

ভারতীয় বক্স অফিসে ছবিটির আয় ১৫০ কোটি রুপি। এ ছাড়া দেশের বাইরে যোগ হয়েছে আরও ৭৬ কোটি রুপি। ২৪ জানুয়ারি মুক্তির আগের দিন সিনেমাটির বুকিং মানি ছিল ৫ কোটি রুপি।

বিজ্ঞাপন

২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনে আয় ১৯ কোটি, ২৬ জানুয়ারি ৩২ কোটি, ২৭ জানুয়ারি ২৭ কোটি, ২৮ জানুয়ারি ৩১ কোটি, ২৯ জানুয়ারি ১৫ কোটি, ৩০ জানুয়ারি ১৪ কোটির রুপি আয় করেছে পদ্মাবত।

মালিক মুহাম্মদ জায়সির লেখা ‘পদ্মাবত’ মহাকাব্যের ওপর ভিত্তি করে পদ্মাবত  সিনেমার কাহিনি তৈরি হয়েছে। এতে রানি পদ্মিনীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।

আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও শহিদ কাপুর।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

পিআর/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |