ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিয়ের পাঁচ দিন পরেই বাবা হওয়ার খবর পেলেন নোবেল!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৫:১৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে ধর্ষণ ও মারধরের অভিযোগে করা মামলায় জামিন দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এ আদেশ দেন তিনি। এই মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে কারাগারে বসেই বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল।

বিজ্ঞাপন

আদালতে নোবেল ও প্রিয়াকে দেখা যায় হাসিমুখে কথা বলতে। বিচারক প্রিয়ার মতামত জানতে চাইলে তিনি জানান, জামিনে তার কোনো আপত্তি নেই। উভয়পক্ষের আইনজীবীরাও জানান, এটি ছিল এক ধরনের ভুল বোঝাবুঝি, যা এখন মীমাংসিত।

আদালত থেকে বের হওয়ার সময়ও প্রিয়ার হাত ধরে ছিলেন নোবেল। পরে আদালত জামিন মঞ্জুর করলে তারা দুজনেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এদিকে জামিনের পর নোবেলের আইনজীবীরা জানান, খুব শিগগিরই দাম্পত্য জীবনে নতুন সদস্য আসছে—প্রিয়া অন্তঃসত্ত্বা। যদিও এ বিষয়ে নোবেল বা প্রিয়া কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া। এই বিয়েতে দেনমোহর নির্ধারিত হয় ১০ লাখ টাকা। তবে কারাগারে এই বিয়ের বৈধতা ও প্রক্রিয়া নিয়ে এখনো চলছে নানা আলোচনা-সমালোচনা।

বর্তমানে জামিনে মুক্ত নোবেল সাংবাদিকদের এড়িয়ে চলছেন। তবে সামনে হয়তো নতুন জীবনের কথা জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এই তারকা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |