ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

মাথার ১২ ইঞ্চি চুল কেটে দান করলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৭:১০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সোনম কাপুরের ১২ ইঞ্চি চুল দান করা নিঃসন্দেহে মানবিক ও অনুপ্রেরণাদায়ক এক উদ্যোগ। চুল দান মানে শুধু সৌন্দর্য নয়, এটা এক ধরনের সহমর্মিতা বিশেষ করে ক্যানসার বা চুল হারানো রোগীদের জন্য, যারা উইগের ওপর নির্ভর করে।

বিজ্ঞাপন

সন্তান জন্ম, বিরতি, এবং তারপর এইরকম উদ্যোগ—সোনম যে নিজেকে শুধুই একজন অভিনেত্রী হিসেবে নয়। একজন সচেতন মানুষ হিসেবেও গড়ে তুলছেন, তা স্পষ্ট। তার এই কাজে যেমন সামাজিক বার্তা রয়েছে, তেমনি ব্যক্তিগত সৌন্দর্যবোধের নতুন দৃষ্টিও।

চুল কাটার ভিডিও ও অনিল কাপুরের সাড়া—সব মিলিয়ে এটি ভক্তদের জন্য একটি আবেগঘন ও ইতিবাচক মুহূর্ত। পাশাপাশি, মা হওয়ার পর নতুন উদ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।  

বিজ্ঞাপন

এই ধরণের উদ্যোগ বলিউডের প্রভাবশালী তারকাদের কাছ থেকে বেশি করে আশা করে মানুষ।

প্রসঙ্গত, সন্তান জন্মের পর থেকে বলিউডের লাইমলাইট থেকে কিছুটা দূরেই ছিলেন সোনম কাপুর। ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর ২০২২ সালের আগস্টে পুত্রসন্তান বায়ুর জন্ম দেন।

আরও পড়ুন

সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা গেছে সোনমকে। এরপর থেকেই তিনি ছিলেন বিরতিতে। তবে অনুরাগীদের আশ্বস্ত করে সোনম বলেন, খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |