ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মাদক মামলায় অভিনেতা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৭:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

তামিল অভিনেতা শ্রীকান্তের গ্রেপ্তারের খবর নিঃসন্দেহে ইন্ডাস্ট্রির জন্য বড় ধাক্কা। মাদক সংশ্লিষ্টতা তার মতো একজন পরিচিত অভিনেতার ক্যারিয়ার ও সামাজিক অবস্থানে গুরুতর প্রভাব ফেলতে পারে। 

বিজ্ঞাপন

তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় চূড়ান্ত মন্তব্য করা কঠিন, তবে যেভাবে নাম উঠে এসেছে এবং রক্ত পরীক্ষার মতো পদক্ষেপ নেয়া হয়েছে, তা ঘটনাটিকে আরও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

এই ঘটনার প্রভাব শুধু শ্রীকান্তের ওপরই নয়, তামিল ইন্ডাস্ট্রির সামগ্রিক ভাবমূর্তির ওপরও পড়বে। মাদক ইস্যুতে আগেও বলিউড থেকে টলিউড পর্যন্ত বহু শিল্পীর নাম এসেছে। তবে শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটন হোক, এটাই সবার প্রত্যাশা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রসঙ্গত, ১৯৯৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘জান্নাল: মারাবু কবিতাইগাল’ এর মাধ্যমে অভিনয়ে যাত্রা করেন শ্রীকান্ত। ২০০২ সালে ‘রোজা কুতম’ এর মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়। ‘মানসেল্লাম’, ‘কানা কান্দেইন’ ও ‘নানবান’সহ কয়েকটি তামিল ও তেলেগু সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন তিনি। সম্প্রতি অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘কোনজাম কাধাল’, ‘কোনজাম মোধাল’ ও ‘ইরাচিরা’ এবং জিও জটস্টারের ওয়েব সিরিজ ‘হরিকথা’।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |