ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সানা খানের মা মারা গেছেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৩:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

ভারতীয় সিনেমার সাবেক অভিনেত্রী ও বিগ বস খ্যাত তারকা সানা খানের মা সাইদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) দীর্ঘ অসুস্থতার পর অভিনেত্রীর মা সাইদা খান মারা গেছেন। এ দিন রাতে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সানা সামাজিক মাধ্যম পোস্ট করে মায়ের মৃত্যুসংবাদ জানিয়েছেন।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী সানা খান সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে মায়ের মৃত্যুর তথ্য জানিয়ে লেখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় মা মিসেস সাইদা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করার পর মহান আল্লাহর কাছে চলে গেছেন।

বিজ্ঞাপন

অনুরাগীরাও যাতে তার মায়ের জন্য প্রার্থনা জানান, সেই অনুরোধও করেন।

শোকাহত সানাকে সান্ত্বনা দিতে এ দিন তার পাশে ছিলেন মুনাওয়ার ফারুকির স্ত্রী মেহজ বিন কোটওয়ালাসহ আরও অনেক চেনামুখ। অনেকে অভিনেত্রীকে সমবেদনা জানান।

প্রসঙ্গত, বিগ বস ৬-এ উপস্থিতির মাধ্যমে তারকা খ্যাতি অর্জন করেন সানা খান। ‘জয় হো’সহ কয়েকটি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ২০২০ সালে ধর্মীয় কারণ দেখিয়ে শোবিজ ইন্ডাস্ট্রি ছেড়ে দেন। তারপর থেকে ধর্মীয় রীতি অনুযায়ী জীবনযাপন পরিচালনা করছেন সানা খান। 

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |