সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর, টিকটক তারকা ও সাবেক মডেল বাবরা ওরফে বেবো বালোচকে মাদক পাচারের বিরুদ্ধে চলমান এক অভিযানে গ্রেপ্তার করেছে পাকিস্তানের করাচি পুলিশ। বিপজ্জনক মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) ও কোকেন সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এ তারকাকে।
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ডিফেন্স ফেজ-৫ এর খায়াবান-ই-বদরের ২৬তম স্ট্রিটের কাছে দারাখশান পুলিশের একটি গোয়েন্দা সংস্থা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করে। সে অভিযানে গ্রেপ্তার করা হয় মডেল বাবরাকে।
পুলিশ সূত্র জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে অতি আসক্তিকর মাদকদ্রব্যসহ ধরা হয়েছে। তিনি স্পেশাল ব্রাঞ্চের বি-ক্যাটাগরির নজরদারি তালিকাভুক্ত ছিলেন এবং তার অপরাধমূলক সব কর্মকাণ্ড রেকর্ড রয়েছে। এর আগে চুরির মামলায় দারাখশান ও সাহিল থানা দু’বার গ্রেপ্তার করেছিল তাকে।
টিকটকার এবং মডেল হিসেবে খ্যাতি অর্জনকারী বাবরা মাদক সরবরাহের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মডেল বাবরা স্বীকার করেছেন যে, তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে মাদক সরবরাহ করতেন। মূলত সামরিক সদস্যদের জন্য আবাসন প্রকল্প ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) এবং করাচির অন্যান্য অভিজাত এলাকায় অর্থবান যুবকদের টার্গেট করতেন।
মডেল বাবরা জানান, ২০০৭ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। কিন্তু পারিবারিক জটিলতা এবং ২০১৭ সালে তার মায়ের পুনরায় বিয়ের পর করাচির খায়াবান-ই-মুসলিম কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাটে উঠেন তিনি। তারপর অনলাইন প্লাটফর্মে কনটেন্ট ক্রিয়েশন শুরু করেন।
এদিকে সন্দেহভাজন ব্যক্তি জানিয়েছেন, অভিজাত এলাকাই হাই-প্রোফাইল পার্টিতে নিয়মিত মডেল বাবরার যাতায়াত তাকে মাদকের সংস্পর্শে এনেছে। এ কারণে আইস ও কোকেনের প্রতি আসক্তি তৈরি হয়। একপর্যায়ে এ ধরনের মাদক সরবরাহের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় মডেল বাবরা কয়েকজন সহযোগীর নাম জানিয়েছেন। মাদক চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান চলছে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, দলটি মাদক বিক্রি ও সরবরাহের জন্য সোশ্যাল মিডিয়ার মতো প্লাটফর্মগুলো ব্যবহার করতেন। এ ঘটনায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
আরটিভি/এএ/এআর