ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শাকিব খানের বয়স কত?

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ , ০৯:৩২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সাধারণত শোবিজ তারকাদের বয়স কাউকে জানতে দেওয়া হয় না। দর্শকের কাছে তারা চিরতরুণই থাকতে চান। ঢালিউডে দীর্ঘদিন ধরেই নাম্বার ওয়ান নায়কের আসনটি দখলে রেখেছেন শাকিব খান। এই সুপারস্টারের বয়স কত? এবার অপু বিশ্বাস জানালেন সেই তথ্য।

বিজ্ঞাপন

বিশ্ব ভালোবাসা দিবসে এফএম রেডিও চ্যানেল ‘রেডিও আমার’-এ একটি বিশেষ অনুষ্ঠানে অপু বিশ্বাস দীর্ঘ আলাপচারিতার এক পর্যায়ে বলেন, ‘একটা মানুষ বাঁচে কতদিন? এখন শাকিবের বয়স চল্লিশ। আমার ছেলের বয়স ১৫ মাস। আমার ছেলের বয়স যখন চল্লিশে যাবে তখন শাকিব বার্ধক্যে চলে যাবে, তখন যদি আমার ছেলে তাকে একটা অপমানজনক কথা বলে ফেলে সেটা কি শাকিব নিতে পারবে?’

অপু আরো বলেন, ‘যখন জয় জানতে পারবে যে তার জন্মাবার কারণে তার মাকে সংসার ছাড়তে হয়েছে। তার মাকে মানুষের মাঝে ছোট করা হয়েছে। তখন জয় তার বাবাকে কতটুকু সম্মান দিবে?’

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: ফুটবল খেলবেন শাকিব খান
--------------------------------------------------------

অনুষ্ঠানটিতে অপু বলেন, ‘শাকিব তার ক্যারিয়ার নিয়ে ভাবছে। কিন্তু পরের এই বিষয়টা ভাবছে না। তার ছেলে তো বড় হবে। শাকিবকেও তো মরতে হবে।’

তিনি আরো বলেন, “একদিন যদি বাবা হিসেবে ছেলেকে গিয়ে শাকিব বলেন, ‘বাবু ওই মেয়েদের সাথে ওঠাবসা করো না।’ তখন ছেলে যদি পাল্টা বলে, ‘তুমি তো আমার মাকে ডিভোর্স দিয়েছ। তুমি অনেক মেয়ের সাথে ঘুরাফেরা করেছো!’ তখন কী বলবে শাকিব?”

বিজ্ঞাপন

আরও পড়ুন:

পিআর/এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |