ঢাকাশুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

আসিফ-আঁখির ‘টিপ টিপ বৃষ্টি’

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ৩১ মার্চ ২০১৮ , ০৪:৫২ পিএম


loading/img

হালের একাধিক জনপ্রিয় গানের সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী তরুণ মুন্সী বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং সুকণ্ঠী গায়িকা আঁখি আলমগীরকে বৃষ্টিতে ভিজিয়েছে। 

বিজ্ঞাপন

তবে মুষল ধারার বৃষ্টিতে নয়, টিপ টিপ বৃষ্টিতে। পাঠক প্রশ্ন জাগতে পারে কোথায়? কেনো? এই দুই তারকা বৃষ্টিতে ভিজেছেন। না, বাস্তবে তারা বৃষ্টিতে ভেজেননি।

‘টিপ টিপ বৃষ্টি’ শিরোনামের নতুন একটি গানের সুরে ভিজেছেন তারা। গানটি সুর-সঙ্গীত করার পাশাপাশি লিখেছেনও তরুণ মুন্সী।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে ফারুকের ক্ষোভ
--------------------------------------------------------

এরই মধ্যে পূবাইলে শেষ হয়েছে এ গানের শুটিং। এতে অংশগ্রহণ করেছেন আঁখি ও আসিফ। ভিডিও পরিচালনায় ছিলেন ভাস্কর জনি।

গানটির ব্যাপারে জানতে চাইলে কণ্ঠশিল্পী আসিফ বলেন, ‘আঁখির সঙ্গে এর আগেও বহু গানে কণ্ঠ দিয়েছি। এবারও দিলাম। আমাদের গাওয়া প্রায় সবগুলো গানই শ্রোতারা গ্রহণ করেছেন। এ গানটির কথাগুলো চমৎকার। সুরেও দারুণ ভেরিয়েশন রয়েছে। সব মিলিয়ে গানটি দারুণ হয়েছে। ভিডিওতে ভক্তরা আমাকে আর আঁখিকে দেখতে পাবে। আশা করি, আমাদের ভক্ত ও শ্রোতাদের কাছে গানটি উপভোগ্য হবে’।

বিজ্ঞাপন

আঁখি আলমগীর বলেন,  ‘আসিফ ভাইয়ের সঙ্গে গান গাওয়া মানেই দারুণ কিছু। তার গায়কীতে আলাদা একটা ব্যাপার রয়েছে। সম্প্রতি যে গানটিতে কণ্ঠ দিলাম এটিও তার ব্যতিক্রম নয়। গানটি গাওয়ার সময়ই মনে হয়েছে ভালো কিছু হবে। শ্রোতাদের জন্য আরও একটি ভালো গান প্রকাশ হতে যাচ্ছে। এখন কিছু বলবো না। গানটি প্রকাশ হওয়ার পর শ্রোতারাই গানটির বিচার করবেন’।

বিজ্ঞাপন

মিউজিক ভিডিওটি ২ এপ্রিল ইউটিউবে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: 

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |